× Banner
সর্বশেষ
শারদীয় দুর্গোৎসবের মূল আকর্ষণ ফরিদপুরের আলফাডাঙ্গার একান্ন সতীপীঠ ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হবে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন ফরিদপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ ভারত আবারও জাতিসংঘের মঞ্চে পাকিস্তানকে উন্মোচিত করল সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর আমেরিকার সঙ্গে নয়, চীনের সাথে কৌশলগত সম্পর্ক পাকিস্তানের: খাজা আসিফ নড়াইলে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে খাল-বিলসহ বিভিন্ন জলাশয় থেকে অবাধে শামুক-ঝিনুক আহরণ প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -প্রধান উপদেষ্টা আজ ২৮ সেপ্টেম্বর (১১ আশ্বিন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

চরলক্ষ্যায় দুর্গাপূজাতে কৃতি শিক্ষাথীদের সংর্বধনা ও শিক্ষা সামগ্রী বিতরন

admin
হালনাগাদ: শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে এলাকার কৃতি শির্ক্ষাথীদের মধ্যে সম্মাননা পত্র ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।

চট্টগ্রামের চরলক্ষ্যা সার্বজনীন জ্বালাকুমারী মন্দির প্রাঙ্গণে গত বুধবার বিকাল ৪টায় চরলক্ষ্যা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূজা কমিটির সভাপতি শ্রী রিপন দাশের সভাপতিত্বে এই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কমর্কতা জনাব সৈয়দ শামসুল তাবরীজ, শুভ উদ্বোধক হিসেবে ছিলেন সাংবাদিক সুজিত কুমার দাশ, ডি.জি.এম. দৈনিক সমকাল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি জনাব সোলায়মান তালুকদার, আরো বক্তব্য কর্ণফুলী থানা পূজা উদ্যাপন পরিষদরে সভাপতি নেীঃ প্রকৌশলী রামচন্দ্র দাশ, প্রভাষক এডিসন কান্তি দে, সাতকানিয়া সরকারী কলেজ, দৈনিক ঢাকা প্রতিদিন এর ব্যুরো চীফ সাংবাদিক রাজিব রাহুল, আরো উপস্থিত ছিলেন শ্রী দেবপ্রিয় শীল, শ্রী স্বপন কুমার শীল ,শ্রী সুমন দাশ, শ্রী জুয়েল চৌধুরী, শ্রী সবুজ দে ,শ্রী সঞ্জয় চৌধুরী, শ্রী মিশু দে, শ্রী শিমুল চৌধুরী , শ্রী মিন্টু চৌধুরী ,শ্রী রনি দাশ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..