13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গর্ভপাতের ঊর্দ্ধসীমা বাড়িয়ে ৬ মাস করল ভারত সরকার

Ovi Pandey
January 29, 2020 11:42 pm
Link Copied!

দি নিউজ ডেক্সঃ আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিকদের জানায় সরকার গর্ভপাতের সময়ের ঊর্দ্ধসীমা বাড়িয়ে ২০ সপ্তাহ থেকে ২৪ সপ্তাহ করা হয়েছে।

উল্লেখ্য, বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, ২০ সপ্তাহ থেকে ২৬ সপ্তাহ করা হোক। কেন্দ্র তাদের দাবিকে অনেকটাই মান্যতা দিল৷ আরও চার সপ্তাহ অর্থাৎ এক মাস বাড়ানো হল গর্ভপাতের সময়সীমা। এছাড়াও, কেন্দ্র জানিয়েছে গর্ভনিরোধক ওষুধ কাজ না করার কারণে গর্ভসঞ্চার হওয়ায় যদি গর্ভপাতের প্রয়োজন হয়, তবে এবার থেকে ‘যেকোনও মহিলা এবং তাঁর সঙ্গী’ আইনসঙ্গতভাবে তা করতে পারবেন। এতদিন কেবল ‘বিবাহিত মহিলা এবং তাঁর স্বামী’ই ওষুধ কাজ না করার কারণেআইনতভাবে গর্ভপাত করাতে পারতেন।এ ব্যাপারে সাংবাদিক বৈঠকে প্রকাশ জাভড়েকর বলেন, “মহিলাদের শারীরিক বিষয়ে এটি একটি প্রগতিশীল সিদ্ধান্ত।”

http://www.anandalokfoundation.com/