× Banner
সর্বশেষ

সিএএ নিয়ে এবার মুখ খুললেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার

admin
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

এবার সিএএ নিয়ে মুখ খুললেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। তবে সিএএ বিরোধিতা নয়, সিএএ-র বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে তাকেই কটাক্ষ করলেন অক্ষয়। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গোটা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ পথে নেমেছেন। এই প্রতিবাদে সামিল হয়েছেন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু বলিউডের প্রথম সারির তারকাদের নিস্তব্ধতা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল।

অক্ষয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, আমি হিংসা পছন্দ করি না। ডানদিক হোক বা বাম দিক, হিংসা ছড়াতে না করব। সম্পত্তি নষ্ট করবেন না। যাই করতে চাইছেন ইতিবাচক দৃষ্টিঙ্গিতে করুন। কথা বলুন পরস্পরের সঙ্গে। হিংসা বন্ধ করুন। কিন্তু কারও সম্পত্তি নষ্ট করবেন না। কারও সেটা করা উচিত নয়।

সিএএ-র প্রতিবাদ করায় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপরে মারধর করার অভিযোগ উঠেছিল দিল্লি পুলিশের বিরুদ্ধে। এর পরে দিল্লি পুলিশের বিরুদ্ধে তৈরি একটি ভিডিও লাইক করে ফেলেন অক্ষয় যা নিয়ে অনেক জলঘোলা হয় সোসাল মিডিয়ায়। অভিনেতা অবশ্য পরে টুইট করে জানিয়েছে, তিনি ভুল করে টুইটটি লাইক করেছিলেন।a


এ ক্যটাগরির আরো খবর..