ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানিয়েছেন, খারকিভ ও দোনেস্কে গত ২৪ ঘন্টায় ৪৮ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রুশ সেনারা এখন দোনেস্কের স্লোভিয়ানস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে।
জানা যায়, রুশ বাহিনী হামলা জোরদার করেছে। রাশিয়ার সেনা বহর এখন ইউক্রেনের দোনেস্কের দিকে অগ্রসর হচ্ছে। রুশ বাহিনী এখন বেসামরিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে।
জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৩ হাজার ৩৮১ জন বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ৬৮০ জন আহত হয়েছেন।