× Banner
সর্বশেষ
সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর আগৈলঝাড়ায় যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার নড়াইলে একুশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার  আনোয়ারুল সভাপতি, জয়নাল সম্পাদক কালীগঞ্জে প্রবীন হিতৈষী সংঘের কমিটি গঠন ডাসারে পুলিশের অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ীসহ আটক ৩ ঢাকাসহ তিনটি জেলায় অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক নির্মল সেনের ৯৫তম জন্মদিন পালিত

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
নির্মল সেনের ৯৫তম জন্মদিন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা,বীর মুক্তিযোদ্ধা ও লেখক নির্মল সেনের ৯৫তম জন্মদিন পালিত হয়েছে।

আজ রবিবার (৩আগস্ট) সাংবাদিক নির্মল সেনের জন্মদিন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ্ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত,রতন সেন কংকন,মিজানুর রহমান বুলু,গৌরাঙ্গ লাল দাস,মাহাবুব সুলতান,মনিরুজ্জামান জুয়েল,রনী আহম্মেদ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, ন্যায় ভিত্তিক সমাজ গড়ার জন্য নির্মল সেন সারাটা জীবন লড়াই করেছে।তিনি সমাজতান্ত্রি চিন্তা চেতনায় বিশ্বাসী ছিলেন।এই মহান ব্যক্তির স্মৃতিকে ধরে রাখার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাবে।বিশেষ করে তার নামের শিক্ষা প্রতিষ্ঠানটি দাঁড় করানোর চেষ্টা করবো।

উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে রাজৈর – কোটালীপাড়া সড়কটি সাংবাদিক নির্মল সেন সড়ক করার ও তার শেষ ইচ্ছা অনুযায়ী তার নামের শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নের দাবী জানানো হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়।

উল্লেখ্য, নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান।


এ ক্যটাগরির আরো খবর..