13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে আইনশৃংখলা ও ১৪২৬ বর্ষবরন পালন প্রস্তুতি সভা অনুষ্টিত

Rai Kishori
April 8, 2019 8:52 pm
Link Copied!

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥  কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা ও বর্ষবরন ১৪২৬ পালনে প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী ।

সভার শুরুতেই থানার ওসি ইউনুচ আলী উপজেলার সার্বিক আইনশৃংখলার চিত্র তুলে ধরেন। এরপর অতিথিবৃন্দ সহ সকলেই থানা পুলিশের কর্মকান্ডে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানান। তবে শহরের যানজট মুক্ত করতে আরো জোরালো ভূমিকা পালন করার কথা বলেন। সভাতে প্রধান অতিথি এমপি আনার বলেন, বর্তমানে দেশে অগ্নিকান্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে এ ঘটনাগুলি পরিকল্পিত নাশকতা কিনা সরকার তা পর্ষবেক্ষন করছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন সহ সকলকে সজাগ থাকতে হবে। এ ছাড়াও তিনি মাদক ও বাল্য বিয়ে বন্ধ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নে পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।

সভায় উপস্থিতদের সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন, মহিলা বিষয়ক কর্মকতৃা তাসলিমা খাতুন, কালীগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মামুনুর রশিদ , ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, আয়ুব হোসেন, রনি লস্কর, মোদাচ্ছের হোসেন, আলী হোসেন অপু, একরামুল হক সংগ্রাম, নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু প্রমুখ। সভা শেষে আগামী ১৪২৬ বাংলা বর্ষবরন পালন উপলক্ষে তার প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়। সভাতে ব্যাংক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, গনমাধ্যম কর্র্মী ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/