13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শনের আগ্রহ প্রকাশ ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসাসের

admin
May 21, 2018 5:35 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ গ্রাম পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কমিউনিটি ক্লিনিকের সাফল্যের প্রশংসা করে এই কার্যক্রম পরিদর্শনের আগ্রহ দেখিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসাস (উৎ. ঞবফৎড়ং অফযধহড়স এযবনৎবুবংঁ)। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলো যে সফলতা দেখিয়েছে তা বিশ্বের অনেক দেশের জন্য অনুস্মরণীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস ডি নেশনস্ বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

এ সময়ে তেদ্রোস আধানম বাংলাদেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, মিয়েনমার থেকে আগত প্রায় ১১ লাখ রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় সফলতা দেখিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে সম্প্রতি সময়ে বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান যথেষ্ঠ উন্নতি সাধিত হয়েছে। এ সময়ে স্বাস্থ্যখাতের এই অগ্রযাত্রা ধরে রাখতে বাংলাদেশকে সকল ধরনের সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তিনি।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিতিনির্ধারনী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধি রাখার জন্য মহাপরিচালকের প্রতি আহ্বান জানান। বৈঠকে সংস্থার মহাপরিচালক বাংলাদেশের টিকাদান কর্মসূচির সাফল্যের প্রশংসা করলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশেও এখন আন্তর্জাতিকমানের টিকা উৎপাদন হচ্ছে। বাংলাদেশের তৈরি টিকাগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের প্রতি আহবান জানান।

সাক্ষাৎ কালে বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং (উৎ. চড়ড়হধস কযবঃৎধঢ়ধষ ঝরহময), বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম শামীম আহসান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়াম্যান ডা. দিলীপ রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাতে বিশ্বস্বাস্থ্য সংস্থার কার্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে ইভেন্টের বক্তৃতাকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নির্যাতিত প্রায় ১১ লাখ রোহিঙ্গাদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদানে বাংলাদেশ বিশেষ অগ্রাধিকার প্রদান করেছে। বিশেষ করে মিয়ানমারের সেনা বাহিনীর নির্যাতনের মানসিক আঘাত দ্রুত কাটিয়ে উঠতে রোহিঙ্গাদের সেবা দিয়েছেন আমাদের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা।

মোহাম্মদ নাসিম বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সমস্যা মোকাবেলায় মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দিয়ে চিকিৎসকদের পেশাগত প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্ব ব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ে যে সব দেশগুলো দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছে তাঁদের সমন্বয়ে কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয় এই ইভেন্টের আয়োজন করে। কানাডার স্বাস্থ্যমন্ত্রী জিনেট টেউলর (এরহবঃঃব চবঃরঃঢ়ধং ঞধুষড়ৎ) এতে সভাপতিত্বে করেন।

মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ে বিশ্বব্যাপি জনমত গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য সংস্থার বিশেষ প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ পুতুলের অবদানের কথাও এ সময়ে তুলে ধরেন মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে মানসিক স্বাস্থ্য বিষয়ক আইন প্রণয়ন করছে সরকার যা শীঘ্রই জাতীয় সংসদে পাশ হবে। এ দিকে আজ সোমবার জেনেভার প্যালেস ডিনেশনস্ েবিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭১তম সম্মেলনের উদ্বোধন করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি আ্যঁলা বেরসে (অষধরহ এযবনৎবুবংঁ) ।

http://www.anandalokfoundation.com/