জুনেল আহমেদ আরিফ, দক্ষিন সুরমা প্রতিনিধিঃ বিভাগীয় শহর সিলেটে এবার ২,৪০৪ মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হবে।
নতুন মণ্ডপ বেড়েছে ৪৮টি। শরৎকালে এই পূজা হয় বলে একে শারদীয় দুর্গাপূজা বলা হয়। এর অন্য আর একটি নাম অকাল বোধন। আর ক’দিন পরেই এই উৎসব। দুর্গাপূজাকে সামনে রেখে সিলেটের সর্বত্র চলছে ব্যাপক প্রস্তুতি।
প্রতিমা শিল্পীরা ব্যস্ত মূর্তি সাজাতে। আর পূজা কমিটিগুলো ব্যস্ত পূজার স্থান নির্ধারণ, মঞ্জ তৈরীসহ আনুসাঙ্গিক কাজে। প্রতিমা শিল্পীরা বাঁশ খড়ের কাজ শেষ করে মাটির কাজও ইতোমধ্যে সেরেছেন। এবার তার উপর রং তুলির কাজ নিয়ে ব্যস্ত। দিনের অধিকাংশ সময়ই শিল্পীরা রংয়ের কাজ নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছেন।
ক’দিন পরই প্রতিমা মন্দিরে স্থাপন করতে হবে। প্রতিমা শিল্পীদের রঙিন তুলির আঁচড়ে প্রতিমাগুলো জীবন্ত হয়ে উঠবে। পঞ্জিকা মতে এবার দেবীর ঘোড়ায় আগমণ ও দোলায় গমন।
১২ অক্টোবর সোমবার মহালয়ার দিন দেবীর ঘট স্থাপন করা হবে। ১৯ অক্টোবর মহাষষ্ঠী থেকে দেবীর পূজা শুরু হবে। ২২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে এবছর চারদিন ব্যাপী উৎসব শেষ হবে।
এবার সিলেট বিভাগে পারিবারিক, বারোয়ারি ও সার্বজনীন পূজামন্ডপ (স্থায়ী ও অস্থায়ী) ২৪০৪টি। গত বছর থেকে এবার ৪৮টি পূজা বেড়েছে। সিলেট বিভাগে
পূজামন্ডপ বেড়েছে। মৌলভীবাজার জেলায় পূজামন্ডপ কমেছে। এবছর সিলেট জেলায় গত বছরের চেয়ে ১৬টি বেড়েছে। জেলায় সার্বজনীন ও পারিবারিক পূজা ৫৮৩টি। এর মধ্যে মহানগরীতে সার্বজনীন পূজা ৪৩টি, পারিবারিক পূজা ১৮টি, সদর উপজেলায় ৫১টি, দক্ষিণ সুরমা উপজেলায় ২৯টি, গোলাপগঞ্জে ৬২টি, বালাগঞ্জে ২৯টি, ওসমানীনগরে ৩০টি, কানাইঘাটে ৩৩টি, জৈন্তাপুরে ১৯টি, বিশ্বনাথের ২৪টি, জকিগঞ্জে ৯৪টি, গোয়াইনঘাটে ৩৩, বিয়ানীবাজারে ৫৩, কোম্পানীগঞ্জে ২৬টি ও ফেঞ্চুগঞ্জে ৩৯টি পূজামন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। মৌভলীবাজারে এবার পূজামন্ডল কমেছে ১০টি।
গত বছর ছিল ৯১৫ টি। এবার তা কমে দাঁড়িয়েছে ৯০৫ টিতে। এর মধ্যে মৌলভীবাজার পৌরসভা ও সদরে ৭৫টি, রাজনগরে ১শ’ ২৭টি, বড়লেখায় ১শ’ ৪৩টি, জুড়িতে ৬৪টি, কুলাউড়ায় ২শ’টি, কমলগঞ্জে ১শ’ ৩৩ টি, শ্রীমঙ্গঁলে ১৬৩ টি পূজা।
সুনামগঞ্জে এবার ১৪টি পূজা বেড়েছে। গত বছর ছিল ৩০২টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩শ’১৬ টিতে। এর মধ্যে সুনামগঞ্জ পৌরসভায় ২৫টি, সদরে ১৫টি,
দক্ষিণ সুনামগঞ্জে ২৩টি, জগন্নাথপুর পৌরসভায় ৪টি ও উপজেলায় ২১টি, ছাতক উপজেলায় ১২টি ও পৌরসভায় ১২টি। দিরাই উপজেলায় ৪৮টি ও পৌর এলাকায় ৫টি, শাল্লায় ২৪টি, তাহিরপুরে ১৮টি, ধর্মপাশায় ১৪টি, বিশ্বম্ভরপুরে ১৯, দোয়ারাবাজারে ১১টি, জামালগঞ্জে ৪১টি, মধ্যনগরে ২৪টি পূজা।
হবিগঞ্জ জেলায় গত বছরের চেয়ে এবার ২৮টি বেশি পূজা হচ্ছে। গত বছর যেখানে পূজা ছিল ৫৭২টি। এবার তা বেড়ে দাড়িয়েছে ৬শ’তে। এর মধ্যে হবিগঞ্জ সদরে ৪৫টি ও পৌর এলাকায় ৩৫টি, মাধবপুর উপজেলায় ১০২টি ও পৌর এলাকায় ১২টি, লাখাইয়ে ৬২, চুনারুঘাটে ৭৩টি, বাহুবলে ৪৭টি, বানিয়াচংয়ে ১০১টি, আজমিরিগঞ্জে ৩৬টি, শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ৭টি, নবীগঞ্জ পৌর এলাকায় ৫টি ও উপজেলা ৭৫টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা শারদীয় উৎসব সুষ্ঠু সুন্দর ও সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া, সকল পূজা মন্ডপের বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য নিজস্ব জেনারেটর ও নিরাপত্তার জন্য নিজস্ব ভলন্টিয়ার রাখার কথা বলেন। এছাড়া নগরীর সকল মন্দিরে বস্ত্র বিতরণ করা হবে। তিনি আরও জানান এবার ২২ ও ২৩ অক্টোবর দু’দিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিমা বিসর্জন করার সময় নির্ধারণ করা হয়েছে। মহানগরীর পূজাগুলোর মধ্যে আকর্ষণীয় হলো, দাড়িয়াপাড়া চৈতালী, সনাতন যুব ফোরাম, কাজল শাহ, লামাবাজার তিন মন্দির, রাজবাড়ী, রামকৃষ্ণ মিশন, বলরাম জিউর আখড়া, গোপালটিলা ও যতরপুর, চালিবন্দর, মাছিমপুর, তোপখানা, গোটাটিকর শিববাড়ি।
ইতিহাস থেকে জানা যায়, ষোড়শ শতকে রাজশাহী অঞ্চলের রাজা কংস নারায়ণ দুর্গাপূজা করতেন। অষ্টাদশ শতকে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র দূর্গাপূজা করতেন। দেবী দুর্গার যে মূর্তি সচরাচর দেখা যায় সেটি সপরিবারে দেবী দুর্গার মূর্তি। এই মুর্তির মধ্যে দেবী দুর্গা সিংহ বাহিনী ও মহিষাসুর মর্দিনী। দেবীর ডান দিকে উপরে লক্ষ্মী ও নীচে গনেশ। বাম দিকে উপরে সরস্বতী ও নীচে কার্তিক। সেই সাথে রয়েছে তাদের বাহন পেঁচা, ইঁদুর, হাঁস ও ময়ূর। আর দেবীর কাঠামোর উপরে শিবের মূর্তি স্থাপন করা হয়।