× Banner
সর্বশেষ
আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন আজ সোমবার(২২ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন

ঋণের বোঝা মাথায় নিয়ে গৃহবধূর আত্মহত্যা

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে সালমা আক্তার (৩৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের শাহিন হাওলাদারের স্ত্রী।

গতকাল শনিবার রাত ৭টা ৪৫মিনিটে তার মৃতদেহ স্বামীর ঘর থেকে উদ্ধার করে স্বজনরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের লোকজন আত্মহত্যা বললেও চিকিৎসক বলতে পারেননি কিভাবে মৃত্যু হলো।

পরিবারের লোকজন জানান, গলায় রসি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন সালমা। ছেলে সাব্বির (১৮) জানান, সকালে বাবার সাথে ঝগড়া হয়েছিল, আমি বাড়ি ছিলাম না। খবর পেয়ে রাত ৮টায় এসেছি। চিকিৎসক জানান, ময়না তদন্ত করলে বলা যাবে। থানা পুলিশকে জানানো হয়েছে।

সিরাজদিখান থানার এস আই মো. আব্বাস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তদন্ত শেষে জানতে পারি এই মহিলা ফ্যানের সাথে গলায় রশি দিয়ে অত্মহত্যা করেছেন। সিরাজদিখান থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মামলা নং ১৬। হতদরিদ্র সালমা বেগমের স্বামী একজন অটোচালক। তার উপর বিভিন্ন এনজিওর ঋণের বোঝা রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ঋণে জর্জরিত হয়েই আত্মহত্যার পথ বেছে নেন সালমা বেগম। ইউপি চেয়ারম্যন ও মেম্বারসহ এলাকাবাসীর অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..