13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কোরিয়ার হামলার মুখে দক্ষিণ

admin
July 11, 2016 2:19 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া এবার দক্ষিণ কোরিয়ায় সরাসরি হামলার হুমকি দিলো। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো।

উত্তর কোরিয়ার অব্যাহত পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে শুক্রবার দক্ষিণ কোরিয়ায় থাড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দেয় ওয়াশিংটন ও সিউল। সোমবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক গিউন বলেছেন, তৃতীয় কোনো দেশ নয় বরং উত্তরের হুমকি থেকে বাঁচতেই এই থাড মোতায়েন করা হবে।

সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’তে প্রকাশিত বিবৃতিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী বলেছে, থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের স্থান ও সময় ঘোষণা করার পরপরই এর জবাবে সরাসরি হামলা চালানো হবে।

এতে বলা হয়, ‘আদেশ পাওয়ার পরপর দক্ষিণ কোরিয়ায় নির্দয় প্রতিশোধমূলক হামলা চালানো এবং একটি অগ্নিসাগর ও ছাইয়ের স্তুপে পরিণত করা আমাদের সেনাবাহিনীর দৃঢ় ইচ্ছা।’

http://www.anandalokfoundation.com/