× Banner

পিআইডি

ইফতার মাহফিলে দেশের শান্তি কামনা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
ইফতার মাহফিলে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ধর্মীয় মূল্যবোধ থেকে, ধর্মীয় নিয়ম মেনে আজকের এই মাহফিলের আয়োজন। সবার মনবাসনা যেন পূরণ হয় এবং দেশে যেন শান্তি ফিরে আসে, সেই কামনা ব্যক্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় কমিশনারের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ নিয়ে এমন কামনা করেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ময়মনসিংহবাসীর সাহচর্য পাওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছি।  মাহফিলে অংশ নিতে পেরে নিজের সন্তোষ প্রকাশ করেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলম, ময়মনসিংহ সিনিয়র জেলা ও দায়রা জজ জাকির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ।


এ ক্যটাগরির আরো খবর..