13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজো মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিক্ষোভ

admin
May 7, 2018 4:14 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা বহালসহ ৬ দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ। সোমবার বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানবন্ধনে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসিবুর রহমান খান। বক্তব্য রাখেন পরিষদের সমন্বয়কারী কাজী রুবেল, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন, মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম সমন্বয় পরিষদের সদস্য সচিব মনির মোল্লা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সন্তান মোস্তফা কামাল প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক প্রশাসন ও দেশ গড়ার স্বার্থে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার অন্য কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ৩০ শতাংশ কোটাসহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্র প্রদত্ত সব সুযোগ-সুবিধা বহাল রাখার আহ্বান জানান বক্তারা।

http://www.anandalokfoundation.com/