× Banner
সর্বশেষ
আনোয়ারুল সভাপতি, জয়নাল সম্পাদক কালীগঞ্জে প্রবীন হিতৈষী সংঘের কমিটি গঠন ডাসারে পুলিশের অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ীসহ আটক ৩ ঢাকাসহ তিনটি জেলায় অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন নবীগঞ্জ উপজেলার ৯৩ টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি,প্রশাসনিক ব্যবস্থা জোরদার। পূজারী ও ভক্তবৃন্দের মাঝে উৎসবের আমেজ! চারপাশে দেখি মিথ্যার জয়গান আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন আজ ২৩ সেপ্টেম্বর (৬ আশ্বিন) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

অর্থ পাচারে জিএফআই এর প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্ট্রেগ্রিটি- জিএফআই এর এমন প্রতিবেদনের যথার্থতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে অর্থনীতিবিদরা বলছেন অস্বচ্ছ ব্যবসায়িক লেনদেন, দুর্নীতি ও কর ফাঁকির মাধ্যমেই প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বিত নজরদারি জরুরি বলেও মত তাদের।

যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্ট্রেগ্রিটি- জিএফআই এর ২০১৪ প্রতিবেদন অনুযায়ী বিশ্বে অবৈধভাবে অর্থ পাচারের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৫১তম। এক বছরের ব্যবধানে সে অবস্থান এসে দাঁড়িয়েছে ২৬ এ। প্রতিবেদন উল্লেখ করা হয় আমদানি-রপ্তানি প্রক্রিয়ার মাধ্যমেই সব থেকে বেশি অর্থপাচার হয়ে থাকে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইও বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান হয়।

এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ বলেন, ‘কোন কোন সেক্টর এগুলো করছে সেটা আমাদের জানা দরকার। সেই সব সেক্টরে আমাদের নজরদারি বাড়াতে হবে। দেশবাসীর সাথে, সরকারের সাথে ব্যবসায়ী সংগঠনকে একত্রে মিলে এই পাচার রোধ করতে হবে।’

আর এই প্রতিবেদনের যথার্থতার প্রশ্নে কেন্দ্রীয় ব্যাংক বলছে, তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোহাঃ রাজী হাসান বলেন, ‘আমাদের হাতে যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো হলে এই ধরনের অবৈধ অর্থ পাচার হ্রাস পাবে।’

সিপিডি রিসার্চ ফেলো তৌফিক ইসলাম খান জানান, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থই বেশি পাচার হয়ে থাকে। এটি বন্ধে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি একটি সমন্বিত উদ্যোগ জরুরি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই ১০ বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে প্রায় ৪ লাখ ৪১ হাজার ৪’শ ২৪ কোটি টাকা।


এ ক্যটাগরির আরো খবর..