× Banner
সর্বশেষ

নিজস্ব প্রতিবেদক

অবসরের এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র সফরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব

SDutta
হালনাগাদ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
সমাজকল্যাণ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: অবসরে যাওয়ার মাত্র এক সপ্তাহ আগে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন। গত ২৬ জুলাই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সমাজেসবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট পাঁচজন সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন।

‘সোশ্যাল প্রটেকশন অ্যান্ড লেবার নলেজ এক্সচেঞ্জ ইভেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন তাঁরা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিনের চাকরির মেয়াদ শেষ হবে ৪ আগস্ট। অবসরে যাওয়ার এক সপ্তাহ আগে সচিবের বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ বর্তমান সচিবের মেয়াদ যেহেতু এক সপ্তাহের মধ্যে শেষ হচ্ছে তাই এই সামাজিক সুরক্ষা বিষয়ের সম্মেলনে উনি না গিয়ে অন্য কেউ যেতে পারতেন। তাহলে তিনি সম্মেলন থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়নে কাজে লাগাতে পারতেন।’

সচিব ড. মোঃ মহিউদ্দিনের সঙ্গে অন্যান্য সফরসঙ্গীরা হলেন-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নারগিস খানম, সমাজেসবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাদিকুর রহমান খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাজমুল আহসান, সমাজসেবা অধিদপ্তরে আইএসও প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা।

মন্ত্রণালয়ের অফিস আদেশ থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ‘সোশ্যাল প্রটেকশন অ্যান্ড লেবার নলেজ এক্সচেঞ্জ ইভেন্ট’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে তারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সম্মেলন শেষে সম্মেলেনর অভিজ্ঞতা নিয়ে একটি রিপোর্ট মন্ত্রণালয়ে জমা দিতে হবে সফরকারীদের।

অবসরে যাওয়ার এক সপ্তাহ আগে সরকারি সফর বিষয়ে বক্তব্যের জন্য সচিব মোঃ মহিউদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাকে পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..