দীর্ঘ ৩৮ বছরেরও বেশী সময় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ৭৬ নং উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ইয়াসমিন নাহার মিলি । গত ২৫শে সেপ্টেম্বর-২০২৫ইং ছিল তার শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস।
এদিন প্রিয় শিক্ষককে অবসর জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীরা। ১৯৮৭ সালের ১লা আগস্ট নিজের শিক্ষকতা জীবন শুরু করেন ইয়াসমিন নাহার মিলি । শুরুতে তিনি নিজে স্কুল প্রতিষ্ঠিত করে শিক্ষকতা শুরু করেন এর তার স্বুল সরকারী করার পর একে একে কেটে গেছে ৩৮ বছর ১মাস ২৪দিন । শুরুর দিক থেকেই সকল বিষয়ে পাঠদান করতেন তিনি।
শিক্ষার্থীদের কাছে তার পরিচয় ছিল সকল বিষয়ে পারদর্শী স্যার’ হিসেবেই। শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের পাশাপাশি উপস্থিত হন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষককে অশ্রæসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদায়ী শিক্ষককের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। তার হাতে তুলে দেয়া হয় সম্মানসূচক ক্রেস্ট ও বিভিন্ন উপহার ।
শিক্ষার্থীরা বিদায়ী গানের মাধ্যমে প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে মধুখালী উপজেলার সহকারী শিক্ষা অফিসার রুমা আফরোজ তুলি বলেন, যেকোনো বিদায় বেদনার, কষ্টের। ইয়াসমিন নাহার মিলি ম্যাডামের মতো শিক্ষক এদেশের সম্পদ, তারাই সোনার মানুষ গড়ার কারিগর।
তার অনুপস্থিতিতে এ বিদ্যালয় তার শুন্যতা অনুভব করবে। সবকিছুরই শেষ আছে, না চাইলেও একদিন ঠিকই বিদায় বলতে হয়। আমি তার অবসর জীবনের মঙ্গল কামনা করি। আর এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকলকে ধন্যবাদ জানাই। কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন, ইয়াসমিন নাহার মিলি তার কর্মজীবনে অনেক শিক্ষার্থীকে পড়িয়েছেন, সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন।
তারা দেশের কল্যাণে অনেক বড় বড় জায়গা থেকে ভূমিকা রাখছেন। তিনি তার শিক্ষার্থীদের মাঝে নিজের কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন আজীবন। আমি তার নতুন যাত্রার শুভকামনা করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার বলেন, আজ সত্যিই আমাদের জন্য বেদনার দিন, মন খারাপের দিন। ইয়াসমিন নাহার মিলি ম্যামকে আর কোনোদিন ক্লাসে পাব না ভাবতেই খারাপ লাগছে। সহকর্মী হিসেবে তার কাছে অনেক কিছু শিখেছি, অনেক সহযোগিতা পেয়েছি ।
তার ন্যায়পরায়নতা, কর্মদক্ষতা, সততা ও সময়ানুবর্তিতা আমাদের অনুপ্রেরণা যোগাবে। ৩৮টি ব্যাচের শিক্ষার্থীদের তিনি নিজে তৈরি করেছেন যাদের অনেকে দেশসেরা বিদ্যাপীঠে অধ্যায়ন করে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিজ সন্তানদেরকে যেভাবে মানুষ করেছেন, তেমনি করে ছাত্র-ছাত্রীদেরকেও তিনি যোগ্য করে গড়ে তুলেছেন। তার অবসর জীবনের মঙ্গল কামনা করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী শিক্ষা রুমা আফরোজ তুলি , বোয়ালমারী উপজেলা উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, স্কুলের প্রধান শিক্ষক শারমীম আখতার সহ সহকারী শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যগণ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।