ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আহবান

admin
October 13, 2018 7:51 pm
Link Copied!

আবদুর রহমান রিজভীঃ জনস্বাস্থ্য উন্নয়নে অন্যতম অন্তরায় তামাকজাত দ্রব্যের ব্যবহার উল্লেখ করে ২০৪০ সালের মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ লক্ষ্য অর্জনে তামাক ব্যবসার সম্প্রসারণ নয়, তা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র, প্রজন্মের আলো ও ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

জাতীয় তামাক মুক্ত দিবস পালিত পালন উপলক্ষে নওগাঁ আত্রাই উপজেলার বান্দাইখাড়া শহরের রহমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর সামনে বাংলাদেশ তামাকবিরোধী জোট,ডাব্লিউবিবি ট্রাস্ট এর সহযোগিতায় আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, তামাকের কারণে প্রতিবছর বাংলাদেশ ১ লক্ষ ৬২ হাজার মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। তামাকের বহুমাত্রিক ভয়াবহতার কারণে বিশ্বব্যাপী তামাক নিয়ন্ত্রণে বহুবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কিন্তু চলমান পদক্ষেপসমূহ বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালাচ্ছে ধূর্ত তামাক কোম্পানিগুলো। ক্ষতিকর তামাকজাত পণ্যের বাজার সম্প্রসারণ কোনো রাষ্ট্রের কাছেই প্রত্যাশিত হতে পারে না। তামাক কোম্পানিগুলোকে বাজার সম্প্রসারণের সুযোগ প্রদানের মাধ্যমে দেশে তামাক নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব নয়। বরং এর মাধ্যমে নীতিতে তামাক কোম্পানিগুলোর প্রভাব বিস্তারের প্রচেষ্টা আরো বাড়বে।

বক্তারা আরো বলেন, বর্তমানে বাংলাদেশের ৩০ শতাংশ জনগোষ্ঠী তরুণ। বর্তমান এবং আগামী প্রজন্মের সুস্থতা নিশ্চিত তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। বৈদেশিক বিনিয়োগের নামে তামাক কোম্পানিকে দেশে বাজার সম্প্রসারণের সুযোগ করে দেয়া হলে একদিকে জনস্বাস্থ্যকে আরো ঝুঁকির মধ্যে ফেলা হবে, অন্য দিকে বিশ্বের দরবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় জনস্বাস্থ্যবিষয়ক সব নীতিতে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধে কার্যকর ব্যবস্থাগ্রহণ জরুরি। পাশাপাশি সরকারের কাছে আমাদের প্রত্যাশা এসডিজি অর্জনে সফলতা পেতে এবং জনকল্যাণে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় বাস্তবায়নে বাংলাদেশে তামাক কোম্পানিগুলোর বাজার সম্প্রসারণ নয়, নিয়ন্ত্রণে কাঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এডভোকেট খোরশেদ আলম, প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী , প্রভাষক জাকিরুল ইসলাম,প্রভাষক মাসুদ পারভেজ,আবু রেজা, মামুনুর রশিদ, রিপন সরদার,ইদ্রিস আলী,সোহেল রানা, ইউপি সদস্য আলম, হারুন অর রশিদ উজ্জ¦ল, খালেক হাসান, আফাজ উদ্দীন, জহুরুল ইসলাম, আবু বকর রফিকুজ্জামান মানিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বান্দাইখাড়া বিএম কলেজ ও রহমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের ছাত্রছাত্রী ও প্রশিক্ষনার্থীগণ অংশ গ্রহন করেন।

http://www.anandalokfoundation.com/