আগামী ১৫ বছরের মধ্যে রাশিয়ার জনসংখ্যার ৩০ শতাংশ মুসলিম হবে বলে মন্তব্য করলেন দেশটির মুফতিদের কাউন্সিলের চেয়ারম্যান রাভিল গাইনুতদিন। তিনি বলেন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অর্থ হলো আমাদেরকে আরও কয়েক ডজন নতুন মসজিদ নির্মাণ করতে হবে।
সোমবার রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ‘স্টেট ডুমা’ আয়োজিত একটি ফোরামে দেশটিতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির অনুপাত তুলে ধরে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ‘দ্য মস্কো টাইমস’।
গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশটির মুসলিম প্রধান অঞ্চল হিসেবে পরিচিত নর্থ কাউকাসুস এবং তাতারস্তান প্রজাতন্ত্রে উচ্চহারে জনসংখ্যা বাড়ছে। বিভিন্ন হিসাব অনুসারে, ২০১৮ সালে রাশিয়ায় ১৪ থেকে ২০ মিলিয়নের মতো মুসলিম ছিল, যা মোট জনসংখ্যার ১০ থেকে ১৪ শতাংশ। গত বছর দেশটির মোট জনসংখ্যা ছিল ১৪৬.৮ মিলিয়ন।
গাইনুতদিনের কথার সঙ্গে একমত পোষণ করে দেশটির অর্থোডক্স চার্চের প্রধান যাজক দিমিত্রি স্মির্নভ বলেন, ‘২০৫০ সালের মধ্যে রাশিয়ায় আর কোনও রাশিয়ান থাকবে না’। মুসলিমদের সংখ্যা বৃদ্ধি রোধ করার বিষয়ে ‘গভরিত মস্কভা’ রেডিও স্টেশন তার কাছে জানতে চাইলে তিনি বলেন, অনেক দেরি হয়ে গেছে।