13yercelebration
ঢাকা

সিলেট ৩ আসনের মাননীয় সাংসদ এর সাথে ফরেন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ট্রাষ্ট এর মত বিনিময়

নিউজ ডেক্স
March 13, 2022 3:27 pm
Link Copied!

সিলেট ৩ আসনের মাননীয় সাংসদ জননেতা হাবিবুর রহমান হাবিব এর সাথে ফরেন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ট্রাষ্ট ( ইফর্ট )এর মত বিনিময় সভা অনুষ্টিত।

সিলেট ৩ আসনের মাননীয় এমপি হাবিবুর রহমান হাবিব এর সাথে ফরেন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ট্রাষ্ট ইফর্টের এক মত বিনিময় সভা গত ১১ মার্চ অনুষ্টিত হয়েছে। ইফর্ট বাংলাদেশ কার্যকরী কমিঠির আয়োজনে এমপি মহোদয়ের বাস ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্টিত হয়।

সন্মানিত সংসদ সদস্য হাবিবুর রহমান আলাপচারীতার প্রাক্কালে বলেন জনগনের সেবার মাধ্যমে আল্লাহর সান্তুষ্টি অর্জন ই তার লক্ষ্য আর সে লক্ষেই তিনি কাজ করে যাচ্ছেন, জন নেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা এবং বঙ্গবন্ধুর স্বপনের সোনার বাংলা গঠনে এগিয়ে আসার আহবান জানান। রাখালগঞ্জ বাজার হইতে সিলেট ফেঞ্চুগঞ্জ রোড সংযোগ প্রকল্পে বরাদ্ধকৃত ২ কোটি টাকার কাজ অতিশীঘ্রই চালু হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রবাসী গ্রুপ ইফর্টের কেন্দ্রীয় কমিঠির সাধারণ সম্পাদক, এন টিভি’ র স্পেন ব্যুরো প্রধান, সিলেট জেলা কমিটি স্পেনের আহবায়ক সেলিম আলম এবং ইফর্ট বাংলাদেশ কার্যকরী কমিটির সাধারন সম্পাদক, বিশিষ্ট রাজনৌতিক ব্যক্তিত্ব, সমাজ কর্মী অলিউর রহমান এলাকার বিভিন বিষয় অবহিত করে তাকে প্রবাসী গ্রুপ ফরেন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ট্রাষ্ট এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন ৯ নং দাউদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুল হক আতিক, ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আতিকুর রহমান, ৯ নং ওয়ার্ড এর পুনঃ নির্বাচিত মেম্বার হিরা মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি সানুর মিয়া,সাধারণ সম্পাদক শমস উদ্দিন, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া, ইফর্টের সহ সভাপতি এনাবুর রহমান, কোষাধক্ষ্য ছালেহ আহমদ ছালিক, রকিব আলী সহ অনেকে।

তারা বলেন বন্ধু সুলভ আচরন আর অতিথি পরায়ণ অমায়িক ব্যক্তিত্ব, এলাকার উন্নয়নে নিবেদিত প্রান হাবিবুর রহমান হাবিব এমপি অতি অল্প সময়ে তার কাজের মাধ্যমে জনগনের হৃদয় জয় করে নিয়েছেন।

এ সময় তারা সংগটনের পক্ষ থেকে মাননীয় সাংসদ, সিলেট ৩ আসনের মানুষের হৃদয়ের স্পন্দন হাবিবুর রহমান হাবিব সহ দাউদপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আতিকুল হক আতিক , ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আতিকুর রহমানএবং ৯ নং ওয়ার্ড এর পুনঃ নির্বাচিত মেম্বার হিরা মিয়া কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ক্রেষ্ট প্রদান করেন।

http://www.anandalokfoundation.com/