আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপন হয়। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই দেশের জন্য সবাইকে কাজ করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নিজেদের সংখ্যালঘু না ভেবে বাঙালি ভাবতে হবে। দেশের জন্য আমরা যুদ্ধ করেছি। ভয় পেলে চলবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দুষ্টের দমন ও শিষ্টের লালন করে সমাজে সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, অনেকেই প্রশ্ন করেন সনাতন ধর্মের মানুষ নৌকায় ভোট দেয় কেন? আমি বলি স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে সনাতন ধর্মের মানুষ হয় যুদ্ধে গিয়েছিল নতুবা জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল। স্বাধীনতা লাভের পরে আওয়ামী লীগ সরকারই আবার তাদের দেশে ফিরিয়ে এনেছিল। সনাতন ধর্মের মানুষ বেইমান না তাই নৌকায় ভোট দেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই রাণীনগর আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এবাদুর রহমান প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, মো. আব্দুল খালেক সহসভাপতি জেলা আওয়ামী লীগ, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামাণিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার প্রমুখ।