13yercelebration
ঢাকা

শিশুকে শিকলে বেঁধে রাখায় পিতা আটক

admin
September 6, 2015 6:53 pm
Link Copied!

যশোর প্রতিনিধিঃ বরকাতুল্লাহ ফারুকী নোবেল (৯) নামে এক শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখায় তার পিতা জিকরুল্লাহ ফারুকী মুন্নাকে (৫৫) আটক করেছে পুলিশ। শিশুর পিতার বিরুদ্ধে ‘শিশুর প্রতিনিষ্ঠুর আচরণ’ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে যশোর শহরের ডিসির বাংলো এলাকার পিটারসন রোডে।

কোতয়ালী থানার এসআই সোলায়মান আককাছ বলেন, ‘শনিবার রাত সাড়ে আটটার দিকে সংবাদ পেয়ে শহরের পিটারসন রোডের মুন্নার বাড়িতে গিয়ে নোবেলকে দু’ পায়ে শিকল দিয়ে পেঁচিয়ে দুটি তালা দেখতে পাই।’ এলাকার লোকজন তাকে জানায়, প্রায়ই ওই শিশুকে তার পিতা শিকল দিয়ে বেঁধে রাখেন, মারপিট করেন। এলাকার লোকজন সহ্য করতে না পেরে শনিবার রাতে পুলিশে সংবাদ দেয়। রাত সাড়ে আটটার দিকে ওই বাড়িতে গিয়ে শিশুকে উদ্ধার করা হয়। একই সাথে শিশুর পিতাকে আটক এবং শিকল ও তালা জব্দ করা হয়েছে।

রাতে পিতার বিরুদ্ধে শিশু আইনের ২০১৩ সালে ৭০ নম্বর ধারা অনুযায়ী মামলা হয়েছে। তিনি আরো বলেন, শিশুকে তার চাচা কুদরতউল্লাহ ফারুকীর জিম্মায় দেয়া হয়েছে। জিকরুল্লাহ ফারুকী মুন্না জানান, ছেলের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ আসে। সম্প্রতি পার্শ্ববর্তী একটি দোকান থেকে সে বেশকিছু টাকা চুরি করে। এসব অভিযোগের পর তাকে শেকল দিয়ে আটকে রাখা হয়।

http://www.anandalokfoundation.com/