যশোর প্রতিনিধিঃ যশোরে অস্ত্রের মুখে এক পাট ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে শহরের বারান্দীপাড়ায় মাদরাসার সামনে ঘটনাটি ঘটে।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মিন গ্রামের ওহেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম অভিযোগ করেন, তিনি যশোর বিসিক শিল্পনগরী এলাকার আহাদ জুটমিলে পাট সরবরাহ করেন।
মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে তিনি রিকশাযোগে যশোর শহরের ঢাকা রোড় দিয়ে উপশহরের দিকে যাচ্ছিলেন। এসময় তার কাছে তিন লাখ টাকা ছিল। পথে ওই মাদরাসার সামনে পৌঁছুলে তিনজন সন্ত্রাসী অস্ত্রের মুখে তার কাছ থেকে তিন লাখ টাকা কেড়ে নেয়।
ঘটনার ব্যাপারে কোতয়ালী থানার ডিউটি অফিসার মোকাদ্দেস হোসেন বলেন, ‘ছিনতাইয়ের ঘটনা শুনেছি। থানার স্পেশাল মোবাইল টিমের দায়িত্বে নিয়োজিত এসআই জামালউদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
এসআই জামাল উদ্দিন বলেন, ‘তিন লাখ টাকা ছিনতাইয়ের খবর শুনে আমি ঘটনাস্থলে এসেছি। কিন্তু মনে হচ্ছে ঘটনাটি রহস্যজনক। তদন্ত করে দেখা হচ্ছে।’