মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন আওয়ামী বাস্তহারা লীগের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকালে পিরোজপুর তৃণমূল মডেল একাডেমী প্রাঙ্গণে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস্তহারালীগের সভাপতি মোঃ ফিরোজ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মেহেরপুর জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক মোঃ রাফিউল ইসলাম রকি, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম, জেলা বাস্তহারা লীগের কার্যকারী সভাপতি রাহুল হোসেন রাখা ও মোঃ আলমগীর হোসেন। মেহেরপুর সদর উপজেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক এস এম রাসেলে সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বাস্তহারা লীগের সভাপতি মোঃ সোহেল আহম্মেদ, সহ-সভাপতি লালন হোসেন, শহর বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ডাবলু প্রমুখ।
অনুষ্ঠান শেষে পিরোজপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোঃ সুমনকে সভাপতি ও মোঃ রুবেলকে সাধারণ সম্পাদক, মোঃ বিপ্লব আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।