14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্র গুলি ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

admin
October 6, 2015 12:20 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মঠের মাঠ থেকে একটি বিদেশী পিস্তলসহ ৭ রাউন্ড গুলি ভর্তি দুটি আগ্নেয়াস্ত্র, গান পাউডারসহ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ হানা দিলে ডাকাতদল এগুলো ফেলে পালিয়ে যায়।

মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, আশরাফুর গ্রামের অদূরবর্তী মটের মাঠে বাদল বিশ্বাসের ইটভাটার পাশে ডাকাত দলের সদস্যরা ডাকাতি প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে আগেই টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, ৩টি কার্টুজ, দু’টি (এলজি) শ্যুটারগান, বোমার তৈরীতে ব্যবহৃত গান পাউডার, বোমা তৈরী সরঞ্জাম হিসেবে জালের কাঠি, কৌটা ও টেপসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

http://www.anandalokfoundation.com/