ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় এক ডাক্তারের খোঁজ মিলছে না

admin
January 7, 2017 5:30 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: গত সোমবার থেকে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা:সুমন কুমার শিকদারের (২৮) কোন খোঁজ মিলছে না।সুমনের আত্বীয় স্বজন ও সদর থানা পুলিশ নানাভাবে খোঁজ তালাশ শুরু করলেও শনিবার দুপুর পর্যন্ত ডা: সুমনের কোন খবর পাওয়া যায়নি।

ডা:সুমনের বাবা সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রামের সুকুমার শিকদার শনিবার দুপুরে সাংবাদিকদের জানান-খুলনা মেডিকেল কলেজ থেকে এম বি বি এস পাশের পর ৩৩ বি সি এস (স্বাস্থ্য)উত্তীর্ণ হয়ে ডা:সুমন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাকরীতে যোগদান করেন।গ্রামের বাড়ি বেঙ্গা বেরইল থেকে অফিস করতেন ডা: সুমন।তবে মাঝেমাঝে মাগুরা শহরের কলেজ পাড়ায় বন্ধুদের মেসেও থাকতেন তিনি।সোমবার বিকেলে শ্রীপুরের কর্মস্থল থেকে মাগুরা কলেজ পাড়ার মেসে এসে বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে মোবাইল ফোন ফেলে রেখে বাইরে চলে যান ডা: সুমন।এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় ডা:সুমনের বাবা মঙ্গলবার বিকেলে সদর থানায় জিডি করেছেন।জিডির তদন্তকারী এস আই তরিকুল ইসলাম বলেন,ডা: সুমনের মোবাইল ফোনের কললিষ্ট সহ সব কিছুই গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে ।বিভিন্ন থানায় এ বিষয়ে ম্যাসেজ দেয়া হয়েছে।সিভিল সার্জন ডা: এফ বি এম আব্দুল লতিফ জানান,লেখাপড়া ও চাকরীর বিষয় নিয়ে ডা:সুমন মানসিক অশান্তিতে ছিলেন।অপর এক নির্ভরযোগ্য সূত্র জানায়,ডা: সুমনের মানসিক সমস্যা মাঝেমধ্যেই প্রকট হয়ে ওঠে।ইতিপূর্বেও তিনি পাঁচদিন নিখোঁজের পর বাড়ি ফিরে এসেছিলেন।

http://www.anandalokfoundation.com/