স্টাফ রিপোর্টার : যেকোনো পরিস্থিতিতে ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকারও কথা জানিয়েছেন তিনি খালেদা জিয়া। পৌর নির্বাচনে বিএনপির ভোট বর্জনের কোনো আশঙ্কা নেই জানিয়ে পেশাজীবীদের ভোটের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বিএনপিপন্থি পেশাজীবীদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এ কথা জানান বলে জানা গেছে।
এর আগে রাত পৌনে ১০টায় বৈঠকটি শুরু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত।
বৈঠকে উপস্থিত একাধিক পেশাজীবী নেতা জানান, বিএনপি নেত্রী পৌর নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে মাঠে নামতে পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ জন্য নিজেদের এলাকাগুলোতে প্রার্থীদের পক্ষে প্রচারসহ সার্বিকভাবে কাজ করার কথা বলেছেন। পেশাজীবী নেতারাও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন।
এ ছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, পেশাজীবীদের সমস্যাসহ সার্বিক বিষয়ে তাদের মতামত ও অভিযোগ শোনেন খালেদা জিয়া।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক কামরুল আহসান সিদ্দিকী, অধ্যাপক শামসুল আলম, প্রকৌশলী আ ন ম আখতার হোসেন, সাংবাদিকদের মধ্যে সৈয়দ আবদাল আহমেদ, রুহুল আমিন গাজী, কবি আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, ডা. আজিজুল হক, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইনজীবীদের মধ্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার, এম এ করিম, হাছান আহমেদ, হাসান জাফির তুহিন, শামসুর রহমান শামীম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম, মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বিপ্লব উজজামান, ইউনানি আয়ুর্বেদী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মির্জা লিটন, ফিজিও থেরাপিস্ট অ্যাসোসিয়েশনের কামরুজ্জামান কল্লোল, জিয়াউল হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।