ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ৫০০ ও ১০০০ রুপীর নোট বাজেয়াপ্ত ঘোষনা

admin
November 9, 2016 11:50 pm
Link Copied!

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ  হঠাৎ করে ভারত সরকার সে দেশের ৫০০ ও ১০০০ হাজার রুপীর নোট বাজারে অচল ঘোষনা দেওয়ায় বাংলাদেশী পাসপোর্টযাত্রীরা ভারত গিয়ে পড়েছে চরম বিপাকে।

মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্রমোদি সরকার এ ঘোষানা দেওয়ায় দেশের জনগন সহ বেশী বিপাকে পড়েছে বাংলাদেশী পাসপোর্টযাত্রীরা।

সূত্রমতে, সেদেশের দৈনিকআনন্দবাজার পত্রিকা মারফত জানাযায় আগামী ৩১ ডিসেম্বর পর্যাপ্ত ৫০০ ও ১০০০ রুপি ভারত সরকার সকল ব্যাংকে জমা নিবে তবে তারা বাজারে ব্যবহার করতে পারবে না। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশী পাসপোর্টযাত্রীদের নিকট থেকে ফায়দা লুটছে সেদেশের মানিচেঞ্জার ব্যাবসায়িরা। তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে কম মুল্যে রুপী ক্রয় বিক্রয় করছে বলে অভিযোগ করেছে ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীরা।

ভারত থেকে আসা পাসপোর্টযাত্রী মৃনাল কান্তি বিশ্বাস (পাসপোর্ট নং- বিএল- ০৩১২১২২৪) জানান ভারতের সরকারি বেসরকারি হাসপাতাল, রেল অফিস, পরিবহন কাউন্টার এমন কি খাদ্যদ্রব্য বিক্রেতা দোকান এবং হোটেলেও এ টাকা নিচ্ছে না। ফলে বাধ্য হয়ে বাংলাদেশী পাসপোর্টযাত্রীরা তাদের কাছে থাকা রুপী কম মুল্যে বিক্রি করছে ভারতের মুদ্রা ব্যবসায়িদের নিকট।

বাংলাদেশী অনেক পাসপোর্টযাত্রী অভিযোগ করেছে তারা ডলার, পাউন্ড, ইউরো ভারতের মুদ্রা বাজারের দোকানে ভাঙ্গাতে গেলে তারা অন্যান্য রুপীর নোট দিতে পারছে না। বাধ্য হয়ে বাজার ছাড়া কম মুল্যে বাংলাদেশীদের এসব টাকা চেঞ্জ করতে হচ্ছে, এবং ভারতের এক শ্রেনীর প্রতারক চক্র সুযোগ বুঝে বাংলাদেশীদের ঠকাচ্ছে বলে একাধিক অভিযোগ করেছে সেদেশ থেকে ফেরা পাসপোর্টযাত্রীরা।

http://www.anandalokfoundation.com/