ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভাঙচুর করতে এলে হাত ভেঙে দিতে বলেছি – সেতুমন্ত্রী

Link Copied!

আন্দোলনের নামে বিএনপিকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‌‘যে হাত ভাঙচুর করতে আসবে, সেই হাত ভেঙে দেবো। যে হাত জনগণের জানমালে আগুন দিতে আসবে, আমরা সেই হাতে আগুন ধরিয়ে দেবো। আমাদের নেতাকর্মীদের সেই নির্দেশনা দেয়া আছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, তারা বলে ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমি তাদের বলতে চাই ৫০ লাখ নেতাকর্মীর তালিকা জাতির সামনে পেশ করুন। আমি স্পষ্ট বলতে চাই, এটা তাদের বানোয়াট গল্প।

এসময় বিএনপি আমলে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বর্বরতা চালানো হয়েছে, মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্যাতনের গল্প, মামলার গল্প তাদেরই (বিএনপি) সৃষ্টি। এই যে মানহানির মামলা, আমার একার বিরুদ্ধে ৩৭টা মামলা দিয়েছে তারা। সুতরাং এসব বিএনপিরই সৃষ্টি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে রাজনৈতিক ব্যক্তিদের জানাশোনার পরিধি বাড়ানোর তাগিদ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, শেখার কোনো শেষ নেই। একজন নেতাকে পাঠক হতে হবে, তাকে জানাশোনা বাড়াতে হবে। নেতা হওয়ার জন্য বই পড়ায় আগ্রহী হতে হবে। পাঠক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

মামুন-উর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থের লেখক অধ্যক্ষ রওশান আরা, গ্রন্থের সম্পাদক সাংবাদিক ফিরোজ আলম মিলন, গ্রন্থের প্রকাশক কাজী তারিক আনন্দসহ বিশিষ্টজনেরা।

http://www.anandalokfoundation.com/