বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : ভাইকে সভাপতি পদে বহাল রাখাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে নগ্নতার অভিযোগ উঠেছে। এ লক্ষ্যে জেলা থেকে কাউন্সিল অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে তিনি দলের গঠনতন্ত্র বিরোধী নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, আগামিকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহম্মদ আঙ্গুরের ছোট ভাই আহমদ মিয়া দীর্ঘদিন ধরে নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আসীন রয়েছে।
সূত্র জানায়, সভাপতি পদে আহম্মদ মিয়া (বর্তমান সভাপতি), বাবু সনজিত কারন (বর্তমান সাধারণ সম্পাদক), মাস্টার দেলোয়ার হোসেন ও শাহনেওয়াজ মোহাম্মদ আবু খলিল এবং সাধারণ সম্পাদক পদে মানিক দাশ, জুলফিকার আলী চৌধুরী ভুট্টু, কাজী আহমদর রহমান ও মোহাম্মদ শামসুল ইসলাম প্রার্থী হয়েছেন। কিন্তু দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহম্মদ আঙ্গুরের নগ্ন হস্তক্ষেপে কাউন্সিলরদের উৎসাহে ভাটা পড়েছে।
নেতাকর্মীদের অভিযোগ, বর্তমান সভাপতি আহম্মদ মিয়াকে সভাপতি পদে বহাল রাখতে অপর সভাপতি প্রার্থী শাহনেওয়াজ মোহাম্মদ আবু খলিলকে কাউন্সিলর পর্যন্ত করা হয়নি। পছন্দের একজনকে সাধারণ সম্পাদক করার জন্য কাউন্সিলর করা হয়নি সাধারণ সম্পাদক প্রার্থী জুলফিকার আলী চৌধুরী ভুট্টুকেও।
অথচ নিয়মানুযায়ী বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর নির্ধারণের পর কো-অপ্ট কাউন্সিলর নির্ধারণ করে থাকেন থানা নেতৃবৃন্দ। কিন্তু তা-ও সম্ভব হয়নি আঙ্গুরের হস্তক্ষেপে। ভাই আহম্মদ মিয়া (সভাপতি প্রার্থী) ও চেয়ারম্যান অধ্যক্ষ আবছার হত্যার দায়ে অভিযুক্ত সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফকে নিয়ে নিজের পছন্দের ১৫ জনের একটি তালিকা করে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের হাতে। পাশাপাশি ওই তালিকা বহাল রাখার জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন উপজেলা নেতাদের উপর। এমনকি কাউন্সিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ একাধিক নেতার বিরুদ্ধেও কোনো কোনো বিষয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে কয়েকজন কাউন্সিলর বলেন, জেলা ও উপজেলার বেশকিছু শীর্ষ নেতা মোস্তাক আহম্মদ আঙ্গুরের কাছ থেকে সুবিধা আদায় করেন। তাই তাদেরকে অনেকক্ষেত্রে অন্যায় আবদারও মেনে নিতে হয় অসহায়ের মতো। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এমনকি ব্যবসা দেওয়ার কারণে জেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতাও তার আজ্ঞাবহ এমন অভিযোগ সংশ্লিষ্টদের।
এ ব্যাপারে জানার জন্য মোস্তাক আহম্মদ আঙ্গুরের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিষয়টি অস্বীকার করে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ জানান, এমন প্রক্রিয়ার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বলেন, বিষয়টি আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। কিছু ব্যতিক্রম থাকলেও তা কাটিয়ে উঠে আমরা দলের গঠনতন্ত্র মেনে গণতান্ত্রীক পদ্ধতিতে সম্মেলন সম্পন্ন করার চেষ্টা করছি।
সভাপতি প্রার্থী শাহনেওয়াজ মোহাম্মদ আবু খলিল বলেন, ত্রাণ ও সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা বরাদ্দে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে আমার অবস্থান। পরিবর্তনের প্রত্যয় নিয়ে কাউন্সিলররা তা ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রত্যাখানের জন্য প্রস্তুত। এখন শুধু অপেক্ষা। তবে একটি মহল সম্মেলন বানচাল করার অপচেষ্টায় আছেন এমন অভিযোগ অনেকের। তাই তিনি এ ব্যাপারে প্রশাসনসহ উর্ধ্বতন নেতৃবৃন্দের সজাগ দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।
তিনি অভিযোগ করে বলেন, দফায় দফায় কাউন্সিলরের নাম পরিবর্তন, ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের কাউন্সিলর না করা, প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা, নির্বাচনের মাধ্যমে ভাইয়ের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে সম্মেলন স্থগিত করার চেষ্টাসহ এমন কোনো কৌশন নেই যা তিনি করছেন না। এমনকি থানা নেতাদের উপর চাপ সৃষ্টি করে বিভিন্ন সিদ্ধান্তও চাপিয়ে দিয়েছেন তিনি। সর্বশেষ কৌশল হিসেবে বেশ কিছু কাউন্সিলরকে টাকার মাধ্যমে নিজেদের পক্ষে রাখার চেষ্টা চালাচ্ছেন। এসব বিষয় নিয়ে এখন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সনজিত কারন বলেন, আমি দলের সাধারণ সম্পাদক হলেই গুরুত্বপূর্ণ কোনো কাজে আমাকে সম্পৃক্ত করা হতো না। সভাপতি (আহমদ মিয়া) এককভাবে দলীয় সকল সিদ্ধান্ত নিয়ে আমার উপর চাপিয়ে দিতেন। সভাপতির বিরুদ্ধে স্বজনপ্রীতি ও সরকারি বরাদ্দ আত্মসাতেরও বিভিন্ন উদাহরণ রয়েছে। তাই দলকে গণমুখী ও শক্তিশালী করার জন্য প্রতিদ্বন্দ্বীতা করছি।
তিনি অভিযোগ করে বলেন, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদটি দীর্ঘ ৩০ বছর ধরে একটি পরিবারের দখলে। নানা কৌশলে তারা বরাবরই ওই পদটি ভাগিয়ে নেন। তৃণমূল কর্মীরা ওই পরিবারের কাউকে সভাপতি হিসেবে মানতে নারাজ হলেও তারা জোর খাটান। বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সম্মেলন বানচাল করে সভাপতি পদে নিজের নাম ঘোষনা করানোর নজিরও রয়েছে ওই পরিবারের বিরুদ্ধে। এরই অংশ হিসেবে এবার আহম্মদ মিয়ার স্ত্রী, মেয়ে জামাই ভাইসহ একই পরিবারের ৫ জনকে কাউন্সিলর করা হয়েছে। অথচ স্থান দেওয়া হয়নি ত্যাগী ও পরীক্ষিতদের। একইভাবে দুই একটি ব্যতিক্রম ছাড়া ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমাবদ্ধ রাখা হয়েছে গুটি কয়েক পরিবারের মধ্যে। এসব পরিবারের একাধিকজনকে কাউন্সিলর করা হয়েছে নিয়ম না মেনে নিজের সমর্থকদের। এছাড়াও স্থানীয় রাজনীতিতে কেউ মাথা চড়া দিয়ে উঠলেই তারা নানাভাবে হয়রানী করতে থাকেন। ফলে অনেকেই মুখ খোলার সাহস পান না বলে অভিযোগ রয়েছে।