বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বাজার থেকে ২ জন ব্যবসায়িকে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগে দোকান পাঠ আমদানি রফতানি গাড়ি সহ সকল ধরনের যানবহন চলাচল বন্ধ করে দিয়েছে বেনাপোল বাজার ব্যবসায়িরা। বুধবার রাত ৮ টার সময় এ ঘটনা ঘটে।
সুত্র জানায় বাজারের রেল রোডের তামিম ইলেট্রনিক্স এবং এসএম ইলেকট্রনিকের সাগর এবং রানা নামে দুইজনকে বিনা কারনে সাদা পোশাকে ডিবি পরিচয়ে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।
এ ঘটনা বাজারে ছড়িয়ে পড়লে সাথে সাথে বাজার কমিটি দোকান পাট এবং আমদানিরফতানি পন্য বাহি সহ দুরপাল্লার গাড়ি বন্ধ করে দেয়।
তামিম ইলৈকট্রনিক্সের সাগর বেনাপোল ভবারবেড় গ্রামের রশিদের ছেলে এবং রানা একই গ্রামের লোক তার বাবার নাম জানা যায়নি।
নির্ভরযোগ্য সুত্র জানায় সাগর তামিম ইলেকট্রনিক্সের মালিক হলে ও সে বিদেশ থাকে। বিদেশ থেকে সে বাড়ি এসে ব্যাবসা প্রতিষ্ঠানে সময় কাটায়।
তার আগামিকাল আবার বিদেশ যাওয়ার কথা রয়েছে এবং টিকিট ও ক্রয় করা রয়েছে বলে জানা গেছে। অপরদিকে রানা বেনাপোল এস এম ইলেকট্রনিক্সের একজন কর্মচারি।
বেনাপোল বাজার কমিটির সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ দুদু বলেন সাদা পোশাকে প্রায় বেনাপোল থেকে ডিবি পরিচয়ে নিরীহ লোক ধরে নিয়ে টাকার বিনিময় একদিন দুইদিন পর ছেড়ে দেয়। আমরা এর সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
যশোর ডিবির ওসি ইমাউল হক এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন কেবা কারা ধরে নিয়ে গেছে আমি বলতে পারব না। আমার ডিবি পুলিশ এ কাজের সাথে যুক্ত নয়।
ঘটনাস্থলে বেনাপোল পোর্ট থানার তদন্ত ওসি শামিম আহমেদ এবং কয়েকজন পুলিশকে পরিদর্শন করতে দেখা গেছে।