ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিভ্রান্তি, সহিংসতা ও অপপ্রচারের শাস্তি দানেই ডিজিটাল নিরাপত্তা আইন

admin
September 22, 2018 5:12 pm
Link Copied!

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সাংবাদিক সমাজ বা মুক্তমনা দেশপ্রেমিক গণমাধ্যম ব্যক্তিদের কণ্ঠ রোধে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়নি; বরং যারা সমাজে বিভ্রান্তি, সহিংসতা ছড়ায়, অপপ্রচার করে দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের শাস্তিদানেই এ জনবান্ধব আইন।

জনাব রাঙ্গা আজ রাজধানীর ডিআরইউ মিলনায়তনে সার্চ নিউজ আয়োজিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ বিষয়ক এক আলোচনা সভা ও দেশের দুঃস্থ ক্যান্সার রোগীদের অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চিকিৎসাবিদ ডা. আবু রায়হানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্যের আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান এম এ চৌধুরী, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, আওয়ামীলীগ নেতা রাশেদ রহমান, হেলেনা জাহাঙ্গীর, ডা. আসাদুজ্জামান, সাংবাদিক রাব্বি চৌধুরী ও মোস্তফা আল মাহমুদ।

জনাব রাঙ্গা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার হতে ১৯৭২ সালের ১৬ জানুয়ারি মুক্ত হয়ে যুদ্ধবিধস্ত ও অর্থনীতি পশ্চাৎপদ বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করেন। অল্প সময়ে দেশটিকে উপহার দেন আধুনিক ও অগ্রসর একটি সংবিধান। তিনি মাত্র সাড়ে তিন বছরে দেশটির পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ সুসম্পন্ন করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দুঃস্থ ক্যান্সার রোগীসহ দরিদ্র রোগীদের জন্য ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’ চালু করেছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ১লাখ নিবন্ধিত পরিবার কার্ড ব্যবহার করে স্বাস্থ্য সেবা পাচ্ছেন। তিনি সার্চ নিউজ কর্তৃপক্ষ বিভিন্ন সময় দুঃস্থদের মানবিক সহায়তা দানসহ স্বাস্থ্য সেবায় এগিয়ে আসায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তাদেরকে সমাজের বিরাজমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে অনুসন্ধান মূলক বেশি বেশি লেখালেখির আহ্বান জানান।

পরে প্রতিমন্ত্রী সার্চ নিউজের পক্ষ থেকে দেশের দুঃস্থ ক্যান্সার রোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

http://www.anandalokfoundation.com/