ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনায় বাংলাদেশি সাংবাদিক স্বপন হাই এর মৃত্যু নিউইয়র্কে

Rai Kishori
March 31, 2020 7:14 am
Link Copied!

বাংলাদেশি সিনিয়র ক্যামেরাপারসন স্বপন হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  মারা গেছেন লন্ডনে। স্থানীয় সময় সোমবার দুপুরে নিউইয়র্কের কুইন্স হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ। তিনি কিডনি জটিলতায়ও ভুগছিলেন। দৈনিক মানবজমিনের সিনিয়র ক্যামেরাম্যান ছিলেন তিনি।

স্বপন হাইয়ের বড় ভাই প্রবাসী আবদুল মতিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদিকে জ্যামাইকার হিলসাইড ১৫০ বসবাসরত নিশাত চৌধুরী (৩২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামের প্রয়াত তাহির চৌধুরীর মেয়ে নিশাত স্বামীসহ জ্যামাইকায় থাকতেন। সোমবার সকালে হাসপাতাল থেকে ফোন করে তাঁর মৃত্যুর সংবাদ পরিবারকে জানানো হয়েছে।

এছাড়া রোববার রাত পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও আটজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ২৩ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্রে সর্বমোট ২৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে সোমবার দুপুর পর্যন্ত জানা গেছে। তে পেরেছি।

করোনাভাইরাসে একের পর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ কমিউনিটিতে অনেক প্রবাসীর করোনায় আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

http://www.anandalokfoundation.com/