আগৈলঝাড়া প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ও অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলা রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের বাবুল ফকির ও আলমগীর ফকিরের মধ্যে দীর্ঘ দিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিল। রবিবার বাবুল ফকিরের ছেলে আরিফ ফকির চলতি বছর এসএসসি’র টেষ্ট পরীক্ষায় একাধীক বিষয়ে ফেল করলে আলমগীর ফকিরের ছেলে প্রবাসী ফেরত রুবেল ফকির ফেল করার বিষয়ে আরিফের কাছে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে রুবেলকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে থাকে। একপর্যায় আরিফের নেতৃত্বে স্থানীয় জুয়েল,সেকেন্দার,রাজু ও মনা সংঘ বদ্ধ হয়ে রুবেলের উপর হজামলা চালায়। রুবেলকে রক্ষা করতে আসলে রুবেলের মা রাশিদা বেগমও হামলায় রক্তাক্ত জখম হয়।
আহত মা ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।