ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটার মেলেকবাড়ী শিক্ষার্থীদের কপোতাক্ষ নদ পারাপারে খেয়া নৌকা উদ্বোধন

admin
October 6, 2016 7:22 am
Link Copied!

এস. এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ পাটকেলঘাটার মেলেকবাড়ী বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের খেয়াপারাপারে দূর দুরান্ত থেকে আসা যাওয়ার পাশাপাশি অবস্থানরত বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত দীর্ঘদিনের সমস্যা। গতকাল শিক্ষার্থীদের বিনা পয়সায় নৌকায় পারাপারের উদ্বোধন ছিল যেন এক অন্যরকম অনুভূতি।

বেসরকারী উন্নয়ন সংস্থা মুসলিম এইড’র সার্বিক সহযোগিতায় কুমিরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে খেয়াপারাপারের নৌকাটি হস্তান্তর করেন। ডি আর আর সাতক্ষীরা প্রজেক্ট এর অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা দীর্ঘ দিনের বিরাজমান সমস্যা স্কুল মাদ্রাসা ও বাজার কমিটির দূর্ভোগ লাঘবে নৌকাটি মেলেকবাড়ী বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের খেয়াঘাটে চড়ে উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় কপোতাক্ষ নদের খেয়াপাড়ে আলোচনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, দাদপুর এম কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওদুদ সানা, মেলেকবাড়ী দারুস সালাম দাখিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ সাইফুদ্দিন, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম, মাওঃ মিজানুর রহমান, নজরুল ইসলাম, আঃ আহাদ, রবিউল ইসলাম, মেলেকবাড়ী বাজার কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, মুসলিম এইডের কর্মকর্তা অরিন্দম মিত্র, আলিমুজ্জামান পলাশ, রওশন জাহান, সুব্রত দেবনাথ, আরিফুল ইসলাম আরও অনেকে।

http://www.anandalokfoundation.com/