13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের বোদায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

Link Copied!

‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় ‘বোদা বাজার বণিক সমিতি’র আয়োজনে ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ উদ্বোধন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধনী খেলায় নীলফামারী ফুটবল একাডেমি নীলফামারী বনাম দলুয়া সমাজ কল্যাণ সমিতি দিনাজপুরের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় দলুয়া সমাজ কল্যাণ সমিতি দিনাজপুরকে ট্রাইবেকারি ৪(০)-৩(০) গোলে পরাজিত করে নীলফামারী ফুটবল একাডেমি নীলফামারী। ২টি গ্রুপে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৮টি দল অংশ নিবে।
বোদা বাজার বণিক সমিতির সভাপতি মো. ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বণিক সমিতি’র সাধারণ সম্পাদক এ.কে.এম আখতার হোসেন (হাসান), পৌর বিএনপির আহবায়ক মো. আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সদস্য সচিব মো. দিলরেজা ফেরদৌস চিম্ময়, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হকিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবু বক্কর সিদ্দীক মহব্বত প্রমুখ।
http://www.anandalokfoundation.com/