ঢাকা

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায় স্বীকার

admin
September 18, 2018 6:02 pm
Link Copied!

কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি : যৌতুকের জন্য নাজমা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায় আদালতে স্বীকার করেছেন ওই গৃহবধূর স্বামী সঞ্জু মিয়া। পুলিশ ওই গৃহবধূর স্বামী সঞ্জু মিয়াকে গ্রেফতার করে ১৪ সেপ্টেম্বর নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে স্ত্রী নাজমা আক্তারকে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করে আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি দিয়েছেন বলে গতকাল সোমবার (১৭ সেপ্টেম্বর) মামলার আইও এসআই আব্দুর রাজ্জাক জানান ।

পুলিশ জানায়, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেজগাও গ্রামে নাজমা আক্তারের বাবার বাড়ি । নাজমা মৃত আমির হোসেনের কন্যা। চলতি বছরের ১২ জুন একই উপজেলার দলপা ইউনিয়নের ভাদেড়া গ্রামে স্বামীর বাড়িতে এ হত্যার ঘটনাটি ঘটে । ঘটনার আট-নয় মাস আগে ভাদেড়া গ্রামের আব্দুস ছোবানের ছেলে সঞ্জু মিয়ার সঙ্গে রেজিস্ট্রি কাবিনমূলে তার বিয়ে হয়েছিলো যা উভয়েরই দ্বিতীয় বিয়ে।

নাজমা আক্তারের মা, মামলার বাদী বেগম আক্তার জানান, বিয়ের পর থেকেই সঞ্জু মিয়া তার মেয়ে নাজমাকে যৌতুকের জন্য নানাভাবে অত্যাচার-নির্যাতন করত। ঘটনার দিন বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় সঞ্জু মিয়া নাজমা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্যহত্যা করে বলে প্রচার চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরে ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ময়নাতদন্তের রিপোর্ট কেন্দুয়া থানা পুলিশের হাতে আসে। রিপোর্টে গৃহবধূ নাজমাকে শ্বাসরোধে হত্যার কথা উল্লেখ থাকায় পুলিশ ওই দিনই নাজমা আক্তারের স্বামী সঞ্জু মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠালে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দেন।

http://www.anandalokfoundation.com/