13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রধান বিচারপতির শপথ আগামীকাল

admin
November 11, 2017 3:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকাল শুক্রবার ই-মেইলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। রাষ্ট্রপতির একান্ত

সচিব সম্পদ বড়ুয়া আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, আজ শনিবার ছুটির দিনেই বিদায়ী প্রধান বিচারপতি সিনহার পদত্যাগপত্র বিবেচনা করে নতুন প্রধান বিচারপতির ব্যাপারে সিদ্ধান্ত হবে।

আগামীকাল রোববার প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে পারেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।

গত কয়েকদিন ধরে সিঙ্গাপুরে থাকা প্রধান বিদায়ী প্রধান বিচারপতি সিনহা গতকাল পদত্যাগ পত্র পাঠিয়েই সেখান থেকে কানাডায় চলে গেছেন। আপাতত তিনি সেখানেই কিছুদিন থাকবেন বলে সিনহা ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ষোড়শ সংশোধানী এবং এর পরবর্তী বিভিন্ন মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই অসুস্থতার কারণে গত ৩ অক্টোবর থেকে এক মাসের ছুটি নেন বিচারপতি সিনহা। ছুটি নেওয়ার ১০ দিনের মাথায় ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তিনি। এর আগে সাংবাদিকদের উদ্দেশ্যে নিজের স্বাক্ষরিত লিফলেটে বিচারপতি সিনহা নানা বিতর্ক উস্কে দেন।

পরদিনই হাইকোর্টের এক বিবৃতিতে প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ লেনদেন, নৈতিক স্থলনসহ ১১ টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এমনিতেই অবসরের আগে (৩১ জানুয়ারি, ২০১৮) আদালতে বসতে পারতেন না প্রধান বিচারপতি।

চিকিৎসার উদ্দেশ্যে অস্টেলিয়া থেকে সিঙ্গাপুরে এসে প্রধান বিচারপতি সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন। এসব যোগাযোগে তিনি আত্মপক্ষ সমর্থন করে বিভিন্ন কথা বলেন।

এ সময় সমঝোতা না হলে পদত্যাগের কথা জানান প্রধান বিচারপতি। এমন আলোচনার খবর জানার দুদিনের মাথায়ই বিচারপতি সিনহার পদত্যাগ পত্র এলো বঙ্গভবনে।

http://www.anandalokfoundation.com/