13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ শপথ নিলে সে গণদুশমন।

Dutta
April 25, 2019 3:00 pm
Link Copied!

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ শপথ নিলে সে গণদুশমন। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এরআগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয় ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। সকাল ১১টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ বাক্য পাঠ করেন তিনি।

এদিকে গতকালও ঐক্যফ্রেন্টের স্টিয়ারিং কমিটির সভায় সংসদে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্তে অটুট থাকার কথা জানান ঐক্যফ্রন্ট নেতারা। এর আগে গণফোরাম নেতা মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খানও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেন। পরে দলের সিদ্ধান্ত অমান্য করায় ড. কামাল হোসেন তাদের দল থেকে বহিস্কার করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যমুনা টেলিভিশনকে বলেছিলেন, এলাকার ভোটারদের চাপ থাকলেও সংসদে যাওয়ার বিষয়টি দলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। দল যে সিদ্ধান্ত নেবে সেটিই নির্বাচিতদের মানতে হবে।

 

http://www.anandalokfoundation.com/