ডেঙ্গুর অব্যাহত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করতে সরকার মিটফোর্ড হাসপাতালে ১০০ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০০ বেড বৃদ্ধি করেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরো নতুন ১ হাজার বেড, সোহরাওয়ার্দী হাসপাতালে ১০০০ বেড এবং শিশু হাসপাতালেও আরো কিছু নতুন বেড প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, ডেঙ্গু নিয়ে অযথা আতংকিত না হয়ে অথবা সন্দেহের বশবর্তী হয়ে অযথা রক্ত পরীক্ষা না করে চিকিৎসকের পরামর্শ মোতাবেক রক্ত পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ইতোমধ্যে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা এবং রক্ত পরীক্ষা করা হচ্ছে। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা। ডেঙ্গু রোগ সংক্রান্ত জনভোগান্তি নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে ‘মিনিস্টার মনিটরিং সেল’। এখানে ডেঙ্গু সংক্রান্ত যে কোন তথ্য সংগ্রহ ও অভিযোগ জানানোর জন্য হটলাইন -০১৩১৪-৭৬৬০৬৯/০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬/০২-৪৭১২০৫৫৭ এবং ই-মেইল ministermonitoringcell@gmail.com চালু করা হয়েছে। রোগীদের প্রয়োজনীয় রক্ত সরবরাহে বাংলাদেশ স্কাউটস প্রধান কার্যালয়ে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। ০১-৫৮৩১২৪৭৪ নং- এ ফোন করে রক্ত সরবরাহ সংক্রান্ত তথ্য আদান প্রদানের জন্য বলা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার কিটের সংকট হলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কন্ট্রোল রুমের মোবাইল নং-০১৭০৮৫০৬০৪৭ যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে দেশব্যাপী চলছে ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ছুটিও বাতিল হয়েছে। সব সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্স্ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।