ঢাকা

ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরেরর ইন্তেকাল

admin
January 16, 2019 10:40 pm
Link Copied!

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়ায়, খুলনা।। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি খান আলী মুনসুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকাল সাড়ে ৯টায় মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। আলী মুনসুর স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার ভোরে আলী মুনসুর ডুমুরিয়ার ভাণ্ডারপাড়ার বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।’
খবর পেয়ে নেতা-কর্মীরা আলী মুনসুরকে দেখতে হাসপাতালে ছুটে যান। মরহুমের জানাজা ও দাফন সম্পর্কে পারিবারিকভাবে পরে সিদ্ধান্ত জানানো হবে।

http://www.anandalokfoundation.com/