ছবির আহমেদ আবিরঃ ছুটিতে পরিবার, আত্মীয়-স্বজন বা বন্ধুদের নিয়ে হয়তো কোথাও বেড়াতে যাবেন ভাবছেন। আপনার ভ্রমণ নিরাপদ করে তুলতে যে বিষয়গুলো মনে রাখা উচিত বা যেগুলো মেনে পথ চলতে হবে সে সমস্ত প্রয়োজনীয় তথ্য নিয়েই এই লেখা। পাঠক চলুন, জেনে নেওয়া যাক সেই তথ্যগুলো। ভ্রমণের আগে করণীয়: বাসের যে সিটে বসে জার্নি করতে স্বাচ্ছন্দ বোধ করেন, সেই সিটটির রিজার্ভেশন নিশ্চিত করুন। টিকিট কনফার্ম করার পর ভালোভাবে দিন, তারিখ ও সময় দেখে নিন।
যদি কোনো টুর অপারেটরের সাহায্য ছাড়াই ভ্রমণ পরিকল্পনা করে থাকেন, তাহলে থাকার জায়গা কোথায় হবে নিশ্চিত হয়ে নিন। ফোনে বা ইন্টারনেটে আগে থেকেই রিজার্ভেশন নিশ্চিত করে রাখুন। ভ্রমণে যাওয়ার কয়েক দিন পূর্বে প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা প্রনয়ণ করুন। তারপর তালিকা ধরে সব কিছু গুছিয়ে রাখুন। আপনার ভ্রমণ পরিকল্পনা কাছের মানুষদের অবহিত করুন। প্রয়োজনে গন্তব্যের ঠিকানা রেখে যাবেন।
প্রয়োজনীয় জিনিসপত্র কেনার কাজ যাত্রার দুদিন আগেই সেরে ফেলুন। শেষ সময়ে কেনাকাটায় ঝামেলা বাড়ে, তাতে করে অনেক কিছুই বাদ পরে যাওয়ার আশঙ্কা থাকে। ভ্রমণের মেয়াদ কত দিন হবে সে হিসাব করে জায়গা নির্বাচন করুন।
যেখানে যাবেন যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় তথ্যাদী জেনে নিতে ভুল করবেন না। সেখানে আগে কেউ গিয়ে থাকলে তার সাথে আলাপ করা অথবা সেখানে পরিচিত কেউ থাকলে যোগাযোগ করে নিলে বিপদে কাজে লাগবে। প্রয়োজনীয় ওষুধ অবশ্যই সঙ্গে রাখবেন। ভ্রমণের সময় ব্যাগ যত হালকা হয় তত ভালো। এখন গরমের সময় তাই যতটা সম্ভব হালকা ধরনের পোশাক নেয়া উচিত। একেক জায়গার আবহাওয়া একেক রকম। সুতরাং অঞ্চল বুঝে পোশাক নির্বাচন করুন।
ট্রাভেল ব্যাগের সাথে ছোট হ্যান্ড ব্যাগ অথবা পিঠে ঝুলানো ছোট ব্যাগ নিতে পারেন। সাইট সিং করতে তাতে ক্যামেরা, নোটবুক, কিছু হালকা খাবার রাখতে পারবেন। যেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন, সেখানে ফোনের নেটওয়ার্ক আছে কি না, জেনে নিন। থাকলে অপারেটর বুঝে সিম কার্ড সাথে নিন। একটি নোটবুকে নিজের নাম ঠিকানা ও প্রয়োজনীয় ফোন নাম্বারগুলো লিখে রাখুন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কাজে লাগবে। ভ্রমণের সময় দামি অলংকার ব্যবহার করা ঠিক নয়।
ক্যাম্পিং করার পরিকল্পনা থাকলে সঙ্গে করে তাবু ও পেনি স্টোভ নিয়ে নিন। ইউটিউব থেকে স্টোভ বানানোর পদ্ধতি ও ব্যবহর বিধি জেনে নিন। ভ্রমণের আগে ভরপেট খাবার গ্রহণ না করাই উত্তম। ব্যাগে মুখরোচক কিছু খাবার রাখুন। আর হ্যাঁ, পানি রাখতে ভুল করবেন না। ভ্রমণে বের হওয়ার পর করণীয়: যাত্রারত অবস্থায় ঘুমাবেন না। বরং বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করুন। তাতে ভ্রমণ সুন্দর ও উপভোগ্য হয়ে উঠবে। গন্তব্যে পৌঁছেই ফিরতি টিকিট কনফার্ম করে রাখুন।
পরিবেশ, প্রতিবেশ ও আবহাওয়ার সাথে সঙ্গতি রেখে পোশাক পরিধান করুন। ঘুরতে বের হওয়ার আগে গাইডের সাথে পরিচিত হয়ে নিন। প্রয়োজনে তাকে সঙ্গে নিয়ে আপনার ভ্রমণ পরিকল্পনা ঠিক করুন। হোটেল, রিসোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্থানটি সম্পর্কে অবগত হোন। জানার চেষ্টা করুন আপনি যা শুনেএখানে এসেছেন তা কতটা ঠিক। সম্ভব হলে স্থানীয় ভ্রমণ গাইড সংগ্রহ করে নিন।
দরকারী এমন কোনো জিনিস যদি মনে করেন ফুরিয়ে যাবে তাহলে সংগ্রহ করে নিন। পরে কিনব বা সংগ্রহ করব- এমন ভাববেন না। বেড়ানোর জায়গাটি বনজঙ্গল হয়ে থাকলে সেখানে যাবার আগে হাতে-পায়ে মশা নিরোধক ক্রিম লাগিয়ে নিন। সঙ্গে ছোট ব্যাগে তোয়ালে, এক সেট কাপড়, শুকনা খাবার, পানির বোতল এবং প্রয়োজনবোধে নোটবুক ও কলম রাখুন। যেখানে সেখানে বিশেষ করে কোনো মানুষের ছবি তুলবেন না। তোলার আগে অনুমতি নিয়ে নেবেন। বেড়ানোর সময় তাড়াহুড়ো না করে, সময় নিয়ে সবকিছু ঘুরে দেখুন। তাহলেই ভ্রমণ হয়ে উঠবে অধিক উপভোগ্য। যখনই ঘামবেন, সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করবেন। তবে খাবার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বাচ্চাদের প্রতি খেয়াল রাখুন ও বাড়তি যত্ন নিন।
যেখানে বেড়াচ্ছেন সেখানকার লোকেদের সাথে সৌজন্যমূলক আচরণ করুন। সম্মান ও শ্রদ্ধা রাখুন তাদের ধর্ম, সংস্কৃতি ও আচারের প্রতি। তাদের মনে আঘাত লাগে এমন কাজ থেকে বিরত থাকুন। সঙ্গে যা নেবেন: সান ক্যাপ, সান গ্লাস, ট্রাভেল ব্যাগ, ছোট ব্যাগ, কাপড় (প্রয়োজন অনুযায়ী), গামছা/তোয়ালে, টিস্যু পেপার, লাইটার/দিয়াশলাই, পানির বোতল, টর্চলাইট ও অতিরিক্ত ব্যাটারি বা চার্জার, টুথ ব্রাশ ও পেস্ট, সাবান ও শ্যাম্পু, ছাতা, রেইনকোর্ট, মোবাইল ফোন এবং চার্জার, ক্যামেরা ও অতিরিক্ত মেমোরি কার্ডসহ চার্জার, নোটবুক ও কলম, কেডস্ বা বুট এর পাশাপাশি পানি সহনীয় স্যান্ডেল, অধিক রোদ বা তাপমাত্রা থাকলে সানস্কীন এবং অবশ্যই ফাস্ট এইড বক্স। বিশেষ দ্রষ্টব্য: ভ্রমণ খরচের সমস্ত টাকা একত্রে না রেখে, ভাগ করে একাধিক জায়গায় রাখবেন। তাতে সমস্তটাই হারানোর আশঙ্কা থাকে না।
ব্যাগে ঠিকানা ও মোবাইল ফোন নাম্বার লিখে রাখা উচিত। তাহলে হারিয়ে গেলে তা ফিরে পাবার সম্ভাবনা থাকে। ভ্রমণের সময় ল্যাপটপ, ট্যাব ও দামি মোবাইল ফোন সেট না রাখাই ভালো।