ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চলে গেলেন কালীগঞ্জের বাম নেতা কমরেড আব্দুস সালাম

admin
December 27, 2019 3:35 pm
Link Copied!

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধিঃ কালীগঞ্জের অবিসংবাদিত বাম নেতা বাংলাদেশের ওয়ার্কাস পাটির সাবেক কেন্দ্রিয় নেতা কমরেড আব্দুস সালাম (৭০) আর নেই ( ইন্নালিল্লাাহে….রাজেউন)। ষ্টোকে আক্রান্ত হয়ে ঢাকার হৃদরোগ ইনিষ্টিটিউটে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। শুক্রবার দুপুরে তার নিজ গ্রাম বলরামপুরে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থান দাফন করা হয়। গত ২৩ ডিসেম্বর তিনি সাবেক এমপি এবাদত হোসেন মন্ডলের জানাজা শেষে বাড়ীতে ফেরার পর তিনি ষ্টোকে আক্রান্ত হন। ওইদিনই তাকে প্রথমে যশোর হাসপাতাল ও পরে ঢাকা রৃদরোগ ইনষ্টিটিউটে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহত্তর যশোর অঞ্চলের কৃষকদের অধিকার রক্ষা ও আখচাষী আন্দোলনের অন্যতম মহান পুরুষ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের কৃতি সন্তান মরহুম কমরেড আব্দুস সালাম জীবদ্দশায় ১৯৭০ সালে ছাত্রজীবনে আন্ডারগ্রাউন্ডে থেকেই পূর্ব পাকিস্থান কমিউনিষ্ট পাটির ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত হন। এরপর আতœসমর্পন করে প্রকাশ্যে এসে ৭৭ সালে মাওলানা ভাষানীর নেতৃত্বে উইনাইটেড পিপলস পাটিতে যোগ দেন। এবং পরবর্তিতে রাশেদ খান মেননের সাথে ওয়ার্কাস পাটির কেন্দ্রিয় কমিটির নেতা নির্বাচিত হন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এতদাঞ্চলের একজন কৃষক দরদী ও গরিবের বন্ধু হিসাবেই পরিচিত ছিলেন।

তিনি একাধিকবার বাম জোটের মনোনিত হয়ে সংসদ নির্বাচনে ঝিনাইদহ -৪ আসন থেকে হাতুড়ি প্রতিকে নির্বাচন করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুম কমরেড. আব্দুস সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ওয়ার্কাস পাটির কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমির হামজা বাবলু ও সাধারন সম্পাদক রেজাউল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

http://www.anandalokfoundation.com/