ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় গাঁজার গাছসহ আটক-১

Rai Kishori
July 30, 2020 1:38 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় গাঁজার গাছসহ মোস্তাকিন শাহ মোল্যা (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুটি গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম বুধবার দিবাগত রাত  আড়াইটার দিকে খলিশপুটি গ্রামে অভিযান চালিয়ে মৃত আবু জাফর মোল্যার ছেলে মোস্তাকিন মোল্যাকে আটক করে। এসময় আটককৃতর বসতঘরের পুর্ব পাশ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গাঁজার গাছসহ আটককৃত মোস্তাকিনের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার ধৃত আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
http://www.anandalokfoundation.com/