ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের রাবাইটারী গ্রামে হিন্দু কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা

Link Copied!

গতকাল (১১ মার্চ) শনিবার সন্ধ্যার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী গ্রামে রনি মিয়া (২০), নবম শ্রেণীর ছাত্রী একটি হিন্দু কিশোরীকে রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা করে। মেয়েটির চিৎকারে পরিবার-পরিজনরা এগিয়ে এলে, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভুক্তভোগী কিশোরীর বাবাসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
কিশোরীর ভাই শুভাশীষ চন্দ্র সরকার বলেন, দীর্ঘদিন ধরে রনি মিয়া আমার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। আমরা দুইদিন আগে রনি মিয়াকে শাসন করার জন্য তার বাবাকে বিচার দিয়েছিলাম। তার জেরে আজ সন্ধ্যার দিকে রনি মিয়া আমার বোনকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং আমাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা এর সঠিক বিচার চাই।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রনি মিয়া দীর্ঘদিন ধরে একই এলাকার নবম শ্রেণীর এক হিন্দু ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ফুল ও চিঠি দিত এবং কুরুচিপূর্ণ কথা বলত। ওই ছাত্রী বিষয়টি তার বাবাকে জানায়। পরে কিশোরীর বাবা সেই কথা- রনি মিয়ার বাবা মো. হাছেন আলীকে জানান। এতে রনি মিয়া ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার পথে – কিশোরীর হাত ধরে, জোরপূর্বক তাকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় কিশোরীর চিৎকারে তার চাচাতো ভাই শুভাশীষ চন্দ্র সরকার ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় তরুণ ও কিশোরীর বাবা, ভাই ও নিকট আত্মীয়সহ ১০ জন গুরুতর আহত হন।
http://www.anandalokfoundation.com/