মৌলভীবাজার প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মেম্বার আব্বাছ আলী (৪৫) কে আটক করেছে পুলিশ।
শনিবার ( ১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টায় পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ থেকে ১৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
উল্লেখ্য, আটক আব্বাছ আলী পৃথিমপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার। ১৯৯৭ সাল থেকে টানা ৪ বারের নির্বাচিত ও জনপ্রিয় মেম্বার। দীর্ঘদিন থেকে তিনি মাদকসেবি বলে এলাকায় প্রচার আছে। তবে পুলিশের হাতে ইয়াবাসহ আটক হওয়ায় তিনি জনসমক্ষে ধরা পড়লেন।
কুলাউড়া থানার এসআই আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেন।