14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া জন্ম নিবন্ধন বানিয়ে ১৪ বছরের কিশোরীকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে 

ডেস্ক
October 9, 2021 8:21 am
Link Copied!

ভুয়া জন্ম নিবন্ধন বানিয়ে আপন  ফুফাতো ভাইয়ের সঙ্গে ১৪ বছরের কিশোরী মরিয়ম আক্তারেরর বিয়ের আয়োজন করা হয় পিরোজপুরে।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামে ইউএনও’র হস্তক্ষেপে নবম শ্রেণি পড়ুয়া এ মাদ্রাসা শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে।

সেউতিবাড়ীয়ার মোস্তাফা খলিফার মেয়ে খেজুরতলা এস দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর  (১৪) ভুয়া জন্ম নিবন্ধন করে তার নিজের ফুফাতো ভাইয়ের সঙ্গে বিবাহ দেওয়ার আয়োজন করা হয়।

এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  লুৎফুন্নেসা খানম ঘটনাস্থলে উপস্থিত হন। ইউএনও আসার খবর পেয়ে পালিয়ে যায় ছেলে পক্ষের লোকজন।

এ সময় মেয়েকে বাল্য বিবাহ দেওয়ার অভিযোগে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিবাহের সকল অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ খবর পেয়ে পালিয়ে যায় বর পক্ষের লোকজন।
সে সময় ওই ছাত্রীর জন্ম নিবন্ধন যাচাই করে দেখেন একটি ভুয়া জন্ম নিবন্ধন করা হয়েছে। প্রকৃতপক্ষে মেয়ের বয়স ১৪ বছর।

তিনি আরও জানান, বাল্যবিবাহ আয়োজন করার অভিযোগে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিবাহ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

http://www.anandalokfoundation.com/