জাতীয় ঐক্যফ্রন্ট একটা ইলেকশনকে কেন্দ্র করে হয়েছিল। এখন আরও বড় ঐক্য দরকার। বললেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড. কামাল এসব কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, বন্যা পরিস্থিতে শুধু ঐক্যফ্রন্ট না, আসল ঐক্য, জনগণের ঐক্য করা দরকার। কয়েকটা দলের ঐক্য না, সারা দেশের ঐক্যকে আমি বেশি গুরুত্ব দিতে চাই- এমনটাও জানান তিনি।
তিনি বলেন, মূল লক্ষ্যকে সামনে রেখেই ঐক্যফ্রন্ট হয়েছিল। সে মূল লক্ষ্য তো আমাদের থাকবেই। ওটা ইলেকশনের ব্যাপারে একটা উদ্যোগ ছিল। এখন এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে আরও গুরুত্বপূর্ণভাবে ঐক্য গড়তে হবে।