রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় এতিমখানা, মাদ্রাসার শিক্ষার্থীদের ও শীতার্ত গরীব, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি মো: ইসরাফিল আলম।
শুক্রবার সন্ধ্যায় রাণীনগর হাউজে ও রাতে কাশিমপুর খামার বাড়িতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি।
এছাড়াও রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে এমপি’র নেতাকর্মীরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিজ অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন এমপি মো: ইসরাফিল আলম। শীতবস্ত্র বিতরণের সময় রাণীনগর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।