জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দ্যা নিউজের এক যুগে পদার্পণ ও সম্পাদক-প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীর জন্মদিন উৎসব পালিত হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর)রাজধানীর স্বামীবাগস্থ দ্যা নিউজের সম্পাদকীয় কার্যালয়ে সন্ধ্যায় সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার দীপঙ্কর বর। অন্যান্যের মধ্যে স্টাফ রিপোর্টার শওকত হোসেন জনীসহ শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকের সংক্ষিপ্ত বক্তব্যঃ আমার ছোট বেলা থেকে মানব সেবার বিষয়ে মন সর্বদা সচেষ্ট। তাই বিশ্ববিদ্যালয় গন্ডি পেরিয়ে সাংবাদিকতার পথ বেছে নিয়েছিলাম। যে পেশায় সম্মান ও অর্থ দুটোই আছে। স্বাধীন ভাবে সেবা করা যায়। তাই ২০১১ সালের ডিসেম্বর সব ঠিক করে জানুয়ারির ২ তারিখে দ্যা নিউজের যাত্রা কাকরাইলস্থ অফিসে শুরু হয়েছে। ২০১৪ সালে মার্চ মাসে তথ্য অধিদপ্তর কর্তৃক এক্রেডিটেশন কার্ড পেয়ে স্বীকৃত মিডিয়া হিসেবে পথ চলা। আমি কখনো রাজনীতিতে অংশ গ্রহণ করিনি আর করা ইচ্ছেও নেই। মনে হয় আমিই নিরপেক্ষ অরাজনৈতিক মিডিয়ার মালিক।
স্বাস্থ্য সেবাঃ ২০১৬ সালে অসহায় পীড়িত মানুষের কথা ভেবে বিনামূলয়ে ঔষধ ছাড়া চিকিৎসা ব্যবস্থা দিতে রাজধানীর স্বামীবাগে আনন্দম্ যোগ ইনস্টিটিউট এর যাত্রা শুরু হয়, ২০১৮ সালে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে ভারতীয় হাই কমিশন ব্যতীত বাংলাদেশে প্রথম যোগ দিবসে তৎকালীন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। করোনাকালীন সময় ব্যতীত প্রতিবছর জাতীয়ভাবে বিশেষ ব্যাক্তিদের উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে। করোনা রোগীসহ অসংখ্য রোগী চিকিৎসা পেয়ে সুস্থ্য হচ্ছে।
কর্মসংস্থান সেবাঃ অসহায় গরীব ছেলে মেয়েদের কর্মসংস্থান দিতে ২০১৮ সালে স্বামীবাগে আনন্দম আইটি ইনস্টিটিউট ভারতীয় হাই কমিশন কর্তৃক উদ্বোধন করা হয়। যদিও ভারতীয় হাই কমিশন অদ্যবধি সহায়তা করেনি। অসংখ্য ছেলেমেয়ে বিনামূল্যে প্রশিক্ষণ পেয়ে কর্মসংস্থান পাচ্ছে।
বরিশাল আগৈলঝাড়া জন্ম স্থানে ২০২১ সাল থেকে আশ্রম নির্মানের কাজ চলছে। যেখানে স্বাস্থ্য, কর্মসংস্থান, নীতি শিক্ষা, মানবাধিকার, খাদ্য ও আশ্রয় সহায়তা প্রভৃতি সেবার কাজ চলছে।
২০২০ সালে করোনাকালীন সময়ে রোজার মাসব্যাপী ইফতার বিতরণ, স্বাস্থ্য সেবা, খাদ্য সহায়তা করা হয়েছে।
ধুমপান, নেশা ত্যাগে নিয়মিত নীতি ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে প্রতিনিয়ত অসংখ্য ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। গরীব বৃদ্ধ বৃদ্ধাদের জীবন যাপনে সহায়তা করা হয়।
আমার নিজের কোন চাহিদা নেই, শাকাহারি অতি সাধারণ জীবন যাপন করে মানুষের সেবা দিয়ে জীবন যাপনের লক্ষ্য নিয়ে আমার পথ চলা।
প্রতিবছর প্রেসক্লাব, বাংলা একাডেমীর কোন হলে কোন মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। গতবছর জাতীয় প্রেসক্লাবের অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী উপস্থিত ছিলেন। এবছর যুদ্ধ ও পারিবারিক কারণে সংক্ষিপ্ত পরিসরে দ্যা নিউজের এক যুগে পথচলা অনুষ্ঠান সম্পাদকীয় কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।
পরিশেষে দ্যা নিউজের এক যুগে পদার্পণ ও আমার জন্মদিন উৎসবে সাংবাদিক, পাঠক, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা, আশীর্বাদ ও সহযোগিতা একান্ত কামনা। আসুন সকল হিংসা-বিদ্বেষ ভুলে দেশ-ভাষা-সংস্কৃতির পথে সুন্দর শিক্ষিত সমৃদ্ধ একটি জাতি গঠন করি এবং বিশ্বকে একটি শ্রেষ্ঠ জাতি উপহার দিই। আজ যুগের পথে চলার শুরুতে এই হোক আগামী দিনের অঙ্গীকার।
আরও জানতে এখানে ক্লিক করুন।