ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এইচটি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাচ্ছে আওয়ামী লীগ

admin
November 7, 2018 5:08 pm
Link Copied!

আওয়ামী লীগের নির্বাচনী পরিচলনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইামামের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে যাচ্ছে দলের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল।

বুধবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও থাকবেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় নেতা তানভীর ইমাম, ফজিলাতুন্নেছা বাপ্পী, এনামুল হক চৌধুরী, সেলিম মাহমুদ, মুস্তাফিজুর রহমান বাবলা।

প্রসঙ্গত, সোমবার (৫ নভেম্বর) জাতীয় ঐক্যফ্রন্ট, মঙ্গলবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় বিকল্পধারার নেতৃত্বে যুক্তফ্রন্ট ইসির সঙ্গে বৈঠক করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা আলোচনা করেছেন।

আগামী বছরের জানুয়ারির ২৮ তারিখের মধ্যে সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। গত ৩১ অক্টোবর থেকে নির্বাচনকালীন সময়ের ক্ষণ গণনা আরম্ভ হয়েছে।

তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এজন্য গত ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে ইসি।

http://www.anandalokfoundation.com/