নিজস্ব প্রতিবেদকঃ
নির্বাচন কমিশনের লোগো ও মুক্তিজোটের পতাকা
নির্বাচন কমিশনের লোগো ও মুক্তিজোটের পতাকা
ই-ভোটিং চালু এবং নিবন্ধিত রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সমন্বয়ে জাতীয় পরিষদ গঠনসহ ছয়দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)। বৃহস্পতিবার বিকালে দলটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এসব প্রস্তাবনা দেয়।
জাতীয় পরিষদ গঠন প্রসঙ্গে দলটির পক্ষ থেকে বলা হয়, দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সম্বনয়ে এই পরিষদ গঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া নিবন্ধিত সব দলের দলীয় প্রধান পরিষদের সদস্য হবেন। রাষ্ট্রপতি পরিষদটি অনুমোদন দেবেন বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়।
এই পরিষদের কার্যক্রম সম্পর্কে বলা হয়, পরিষদটি নির্বাচন সংক্রান্ত সব আইনকানুন, বিধি-বিধান পর্যালোচনা করবেন এবং নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির বিকল্প হিসাবে দায়িত্ব পালন করবেন।
দলটির প্রস্তাবনায়, ই-ভোটিং চালু, প্রত্যেক নাগরিকের স্থায়ী ঠিকানায় ভোটার হওয়া, প্রবাসীদের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোয় ভোটকেন্দ্র চালু এবং কমিশনের জনবল বৃদ্ধি করার কথাও বলা হয়।
কমিশনের পক্ষ থেকে জাতীয় পরিষদ গঠনের প্রস্তাবকে স্বাগত জানানো হয়। কমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরণের প্রস্তাব পাওয়া ইতিবাচক।’
সংলাপে শেষে ইসির পক্ষে ভারপ্রাপ্ত সচিব হেলালদ্দুীন আহমেদ ও দলটির পক্ষে নির্বাহী প্রধান আমিনুর রহমান সাংবাদিকদের ব্রিফ করেন। উভয়পক্ষ প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন।
প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে অংশগ্রহণ নেন মুক্তিজোটের প্রধান আবু লায়েস মুন্না নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। তবে এদিন সকালে বিএনএফ’র সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও বন্যার্তদের ত্রাণ দেওয়ার কারণ দেখিয়ে সংলাপে অংশ নেয়নি দলটি।